ক্রাইমবার্তা ডেস্করিপোটঃ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সরকারের ভীত নড়ে গেছে। এই সরকারের ভীত হল পুলিশ, দুর্নীতি। এর বাইরে কিছু নেই। আজকের সমাবেশকে কেন্দ্র করে যানবাহন বন্ধ করে দিয়েছে, বাস বন্ধ করে দিয়েছে। তারপরও সব কিছু উপেক্ষা করে এতো লোক এসেছেন। এতো লোককে কি গ্রেপ্তার করা যাবে? গ্রেপ্তার করা সম্ভব? যাবে না। তাদের ভীত নড়ে গেছে। তারা পালাবার পথ খুঁজছে।
আজ রাজশাহীর আলিয়া মাদ্রাসা মাঠে ঐক্যফ্রন্টের জনসমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আপনাদের ভোটের বাজারে আসতে হবে। এবার আপনারা বিজয়ী হবেন। বিজয় হলে কি হবে? কৃষক, ছাত্র, জনতার বিজয় হবে।
জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, একাত্তরের পুলিশ ভাইয়েরা চাকরি ছেড়ে মুক্তি যুদ্ধে যোগ দিয়েছিল। আজকে সকল শ্রেণী পেশার মানুষকে আহ্বান করব, গণতান্ত্রিক আন্দোলনে যোগ দিন। পুলিশের উর্ধতন কর্মকর্তাদের বলব, আপনারা সিদ্ধান্ত নেয়ার সময় ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। তা নাহলে আপনাদেরকে জনগণ ক্ষমা করবে না।