নানক ও সাদেক খানের গ্রুপে সংঘর্ষ, নিহত ২

ক্রাইমবার্তা ডেস্করিপোটঃ    রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের মাঝে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন আরিফ ও সুজন।

শনিবার সকালের এই সংঘর্ষে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আহতদের মধ্যে রাসেল নামে একজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং মোহাম্মদপুরে মনোনয়ন প্রত্যাশী সাদেক খানের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাঁধে।

কেন্দ্রীয় নেতা নানক এবারও এই আসনে নৌকার মনোনয়নপ্রত্যাশী। অন্যদিকে সাদেক খান ও মনোনয়ন চাইছেন।

সংঘর্ষের ব্যাপারে জাহাঙ্গীর কবির নানক কিংবা সাদেক খানের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। মনোনয়নপ্রত্যাশীরা সদলবলে গিয়ে ফরম তুলছেন ধানমণ্ডির আওয়ামী লীগ কার্যালয় থেকে। এর মধ্যেই আদাবরে এই সংঘর্ষ হল।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।