কালিগঞ্জে পুস্তক বিক্রেতা ও প্রকাশক সমিতির নীতিমালা কমিটি গঠন

হাফিজুর রহমান শিমুল কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি। বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও বিক্রয় সমিতি,কালিগঞ্জ উপজেলা শাখার নিতীমালা কমিটি গঠন করা হয়েছে।, শনিবার(১০ নভেম্বর) বিকাল ৪ টায় সমিতির অস্থায়ী কার্যালয়ে সভাপতি বিরেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে ও সাধরন সম্পাদক শেখ আনজারুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভাশেষে গঠীত কমিটিতে শেখ গোলাম মোস্তফাকে আহবায়ক ও মোঃরুস্তম আলী, মোঃ মহিবুল্ল্যাহ শরিফুল ইসলাম করিমকে যুগ্ন আহবায়ক করে ৭ (সাত) সদস্যের নিতীমাল কমিটি গঠন করা হয়েছে। সদস্যরা হলেন বাবলুর রহমান, মুজিবুর রহমান ও হাসানুর রহমান হাসান। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সম্পাদক স্বাক্ষরীত কমিটিটি অনুমোদন দেওয়া হয়।

Check Also

তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।