তালার হরিণখোলা নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা
খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি: শ্রীশ্রী শামা কালিপূজা উপলক্ষে তালা উপজেলার হরিনখোলা পূজা মন্দিরে আয়োজনে প্রতিবছরের ন্যায় এবারও গ্রাম বাংলার ঐহিয্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুক্রবার বিকাল ৩টায় হরিণখোলা নদীতে হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সোনাবাধাল নবদূর্গা প্রথম ও কুলপোতা দ্বিতীয় এবং সোনাবাঁধাল কালিমান তৃতীয় স্থান অধিকার করেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতারণ অনুষ্ঠানে শিক্ষক বিদ্যাসাগারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেশরা ইউপি চেয়ারম্যান অধ্যাপক রাজীব হোসেন রাজু, সাবেক চেয়ারম্যান মো. লিয়াকত হোসেন, পূজা কমিটির সাধারণ সম্পাদক ডা. নগেন্দ্র সরকার, বিধান সরকার, ধর্মদাশ ঢালী, রবিন সরকার ও অরবিন্দু সরকার প্রমুখ