জামায়াত নেতা মঞ্জুরুল ইসলাম ভুঁইয়াসহ আটক ১১ নেতাকর্মীর ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

ক্রাইমবার্তা রিপোটঃ ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, মতিঝিল থানা আমীর কামাল হোসেনসহ ১১ জন নেতাকর্মীকে গ্রেফতার করে ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। গতকাল রোববার মহানগর হাকিম আদালত আগামী মঙ্গলবার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। তাদের অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং অবিলম্বে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
মঞ্জুরুল ইসলাম ভূঁইয়াসহ ১১ নেতাকর্মীকে মুগদা থানার ২৪(১১)১৮ নং মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ মহানগর হাকিম আদালতে হাজির করে। মামলার ধারাসমূহ হচ্ছে সন্ত্রাস বিরোধী আইনের ৯,১০,১২ ও ১৩সহ বিস্ফোরক দ্রব্য আইনের ৪ ও ৬ ধারা। আদালতে শুনানিকালে এডভোকেট আবদুর রাজ্জাক জানান, ১১জন নেতাকর্মীকে পুলিশ গত শুক্রবার জুমার আগে আটক করে। কিন্তু পুলিশ দু’দিন পর আদালতে হাজির করেছে। তিনি বলেন, নির্বাচন কমিশন তফসিলের পর কোন রাজনৈতিক দলের নেতাকর্মীদের গ্রেফতার না করার কথা জানিয়েছে। কিন্তু পুলিশ অন্যায়ভাবে তাদের গ্রেফতার করেছে।
কেইস ডাইরী না থাকায় আদালত আগামী ১৩ নবেম্বর মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন। আদালতে নেতাকর্মীদের পক্ষে শুনানিকালে উপস্থিত ছিলেন এডভোকেট এস এম কামাল উদ্দিন, এডভোকেট আবু বক্কর সিদ্দিক, এডভোকেট লুৎফর রহমান আজাদ, এডভোকেট হেলাল উদ্দিন, এডভোকেট আশরাফুজ্জামান শাকিল প্রমুখ।
গ্রেফতারের নিন্দা ও মুক্তি দাবি: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও মতিঝিল থানা আমীর কামাল হোসেনসহ ১১ জন নেতা-কর্মীকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং অবিলম্বে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
গতকাল রোববার দেয়া যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সরকার দেশকে একদলীয় বাকশালী রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মঞ্জুরুল ইসলাম ভূঁইয়াসহ ১১ নেতাকর্মীকে রাজধানীর মতিঝিলের একটি বাসা থেকে শুক্রবার সকালে কোন অভিযোগ ছাড়াই গ্রেফতার করেছে। ঘরোয়া বৈঠক থেকে জামায়াত নেতাকর্মীকে কোন কারণ ছাড়াই গ্রেফতার বাংলাদেশের সংবিধান ও উচ্চ আদালতের নির্দেশনার সুস্পষ্ট লংঘন। আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর এই অন্যায়-অনভিপ্রেত আচরণ সম্পূর্ণ বেআইনি ও মানবাধিকারের সুস্পষ্ট পরিপন্থী। গ্রেফতারকৃত জামায়াত নেতাকর্মীদের নিয়ে কোন প্রকার নাটক সাধারণ জনগণ মেনে নিবে না। অবিলম্বে গ্রেপ্তারকৃত ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নায়েবে আমীর মঞ্জুরুল ইসলাম ভুঁইয়াসহ সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবি জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন, আমরা মনে করি সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে দলন-পীড়নের পথ বেছে নিয়েছে। সরকার আইনের শাসনের পরিবর্তে রাজনৈতিক হয়রানি, বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে কাল্পনিক মামলা, গণগ্রেফতারের মাধ্যমে নিজেদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়। অথচ ইতিহাস সাক্ষী জুলুম-নির্যাতন চালিয়ে অতীতে কোন স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শক্তির শেষ রক্ষা হয়নি, আর আওয়ামী লীগেরও হবে না। সরকারের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপেও এ ধরনের গায়েবি মামলার অভিযোগ তুলেছিলেন বিরোধী জোটের নেতারা। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তাদের এই বলে আশ্বস্ত করেছিলেন যে, তদন্ত সাপেক্ষে অপরাধের অভিযোগ না থাকলে কাউকে গ্রেপ্তার করা হবে না। অথচ সরকার জনগণের গণতান্ত্রিক অধিকারগুলোকে পাত্তা না দিয়ে সম্পূর্ণ গায়ের জোরে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে বিরোধী নেতাকর্মীদের ওপর অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন অব্যাহত রেখেছে। জামায়াত নেতৃবৃন্দ অবিলম্বে বিরোধী নেতাকর্মীদের ওপর জুলুম নির্যাতন বন্ধ করে সংসদ ভেঙ্গে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান অন্যথায় সরকারকে গণরোষের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন।
নেতৃদ্বয় আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের ঘটনা সংবিধানের গ্রেফতার ও আটক সংক্রান্ত রক্ষাকবচ (অনুচ্ছেদ-৩৩) এবং চলাচলের স্বাধীনতা (অনুচ্ছেদ-৩৬) এর সাথে সাংঘর্ষিক। ফলে তাদের এরূপ গর্হিত আচরণ গণতন্ত্র ও ভিন্নমত প্রকাশের চর্চা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বিরূপ ধারণা তৈরি করবে। সেই সাথে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হবে। তাই গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় এ ধরনের পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নেতৃবৃন্দ উদাত্ত আহ্বান জানান।

Check Also

সাতক্ষীরা জেলা প্রশাসনের কর্মশালায় সাংবাদিকদের দাওয়াত নিয়ে বৈষম্যের অভিযোগ 

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় হাওর না থাকলেও হাওরের ১০০ বছর এবং আমাদের করণীয়” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।