হাফিজুর রহমান শিমুল কালিগঞ্জ( সাতক্ষীরা) প্রতিনিধি। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে যে কোন সন্ত্রাস, নাশকতা মোকাবেলায় কালিগঞ্জ থানা পুলিশের মহড়া লক্ষ্য করা গেছে। বুধবার (১৪ নভেম্বর)বিকাল তিন টায় কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের চৌকস দল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন বিশেষ মহড়া হিসেবে। মহড়াটি কালিগঞ্জ থানা চত্বর থেকে শুরু হয়ে নাজিমগঞ্জ বাজার, ধলবাড়িয়া, রতনপুর মৌতলা, কৃষ্ণনগর, বিষ্ণপুর হয়ে কুশলিয়া ইউপি হয়ে দঃ শ্রীপুর সড়ক দিয়ে পুনঃ থানা চত্বরে এসে শেষ হয়। এ সময় কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) মোহাম্মাদ রাজিব হোসেনসহ থানার উপ-পরিদর্শক, সহকারি উপ-পরিদর্শকগন সহ ১৫/২০ টি মটর সাইকেল যোগে জনসচেনতায় বিশেষ এই মহড়ায় অংশগ্রহন করেন।
