বেনাপোল প্রতিনিধি
বেনাপোলের পুটখারী গ্রামের পূর্বপাড়া থেকে ১ কেজি ২শ গ্রাম ওজনের ১২ টি স্বর্ণের বার সহ আব্দুর রহিম (২৪) নামে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটক আব্দুর রহিম বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের পূর্বপাড়ার মোঃ ইউসুফ আলীর ছেলে।
বুধবার বিকালে সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, গোপন খবরের ভিত্তিতে জানতে পারি বেনাপোলের পুটখালী গ্রামের পূর্বপাড়া সীমান্ত দিয়ে সোনার চালানটি রহিম নামে একজন স্বর্ন পাচারকারী ভারতে পাচার করবে।
এ সময় পুটখালী বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার মুন্সি লাবলুর রহমান সংগীয় সদস্য নিয়ে পুটখালী গ্রামের পূর্বপাড়া সীমান্তে গোপন অবস্থানে থেকে ওই পাচারকারী সোনার বার নিয়ে সীমান্তে যাওয়ার সময় তাকে আটক করে ক্যাম্পে নিয়ে তার শরীর তল্লাশি করে ১২ টি সোনার বার পাওয়া যায়। যার বাজার মূল্য আনুমানিক ৬০ লাখ টাকা।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার ১ কেজি ২শ গ্রাম ওজনের ১২ টি সোনার বার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক রহিমকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।