নয়া পল্টনে হামলা নির্বাচন বানচালের অপচেষ্টা : ঐক্যফ্রন্ট

ক্রাইমবার্তা রিপোট: বিএনপির কার্যালয়ে মনোনয়ন ফরম তোলার প্রত্যাশী শান্তিপূর্ণ সমর্থকদের উপর উস্কানীমূলকভাবে পুলিশী হামলা, বেপরোয়া লাঠিচার্জ- টিয়ার গ্যাস নিক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট সমন্বয় কমিটির নেতৃবৃন্দ। তারা অভিযোগ করে বলেন,এ হামলা নির্বাচন বানচালের অপচেষ্টা।

বুধবার জাতীয় ঐক্যফ্রন্ট সমন্বয় কমিটির সভায় এসব কথা বলেন নেতৃবৃন্দ। বৃহস্পতিবার জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়, ইডেন কমপ্লেক্স, ২/১-এ, আরামবাগ, মতিঝিলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির সমন্বয়কারী বরকতউল্লাহ বুলু।

রাজধানীর নয়া পল্টনে আহত এক বিএনপি কর্মী

সভায় উপস্থিত ছিলেন আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, জগলুল হায়দার আফ্রিক, আ.ও.ম শফিক উল্লাহ, মোশতাক আহমেদ, মমিনুল ইসলাম, শহীদউদ্দিন মাহমুদ স্বপন, শাহ মোঃ বাদল, মোঃ নূরুল হুদা মিলু চৌধুরী, হাবিবুর রহমান, গোলাম মাওলা চৌধুরী।

এদিকে অপর এক প্রস্তাবে জাতীয় ঐক্যফ্রন্টের দফতর ও প্রচার কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।