স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরা শহরের বাঙ্গালের মোড়ের সংগ্রাম টাওয়ারের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) । বৃহস্পতিবার ভোরে তাদেরকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যাবসায়ী আশাশুনি উপজেলার মধ্যএকশরা গ্রামের সামসুর রহমানের ছেলে কামাল হোসেন, সাতক্ষীরা সদরের খড়িবিলা এলাকার মুরাদ অলীর ছেলে শাহারিয়ার, সুলতানপুর এলাকার আব্দুর রহমানের ছেলে রবিউল ইসলাম। এ সময় তাদের কাছথেকে দুইশ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক (তদন্ত) শাহরিয়ার হাসান জানান, ইয়াবা বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে অভিজান চালিয়ে দুইশ পিচ ইয়াবাসহ তিন জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …