শমসের মবিন সিলেট-৬, এমএম শাহীন মৌলভীবাজার-২ এর মহাজোটের প্রার্থী!

ক্রাইমবার্তা রিপোটঃ  সিলেট-৬ আসন থেকে সম্ভবত শিক্ষামন্ত্রী মনোনয়ন পাচ্ছেন না। এ আসনে বিকল্পধারা বাংলাদেশ-এ যোগ দেয়া সাবেক সচিব শমসের মবিন চৌধুরী মহাজোটের মনোনয়ন পেতে পারেন। গোলাপগঞ্জ ও বিয়ানিবাজার নিয়ে গঠিত এ আসন থেকে একাধিকবার নির্বাচিত হয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গত বছর শমসের মবিন চৌধুরী বিএনপি থেকে পদত্যাগ করেন। দীর্ঘ বিরতির পর সম্প্রতি সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর হাতে ফুলের তোড়া দিয়ে বিকল্পধারা বাংলাদেশ-এ যোগ দেন। অন্যদিকে মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সাবেক এমপি এমএম শাহীন বিকল্পধারায় যোগ দিচ্ছেন। আজ বিকালে তিনি বিকল্পধারায় যোগ দেবেন। এ তথ্য এমএম শাহীন মানবজমিনকে নিশ্চিত করেছেন।এ অবস্থায় সিলেট-৬ আসন থেকে শমসের মবিন চৌধুরী ও মৌলভীবাজার-২ আসন থেকে এমএম শাহীন মহাজোটের প্রার্থী হতে পারেন বলে জোড় জল্পনা চলছে।

Check Also

গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’

প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।