কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের ব্যবস্থাপনা কমিটিতে শিক্ষানুরাগী সদস্য হলেন শেখ সাইফুল বারী সফু

হাফিজুর রহমান শিমুল কালিগঞ্জ ( সাতক্ষীরা) প্রতিনিধি।

নারী জাগরণে বিশেষ ভুমিকায় চলমান ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজ। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক বস্ত্রমন্ত্রী কালিগঞ্জের কৃতি সন্তান এ্যাডঃ এম মনসুর আলীর প্রতিষ্ঠিত এ বিদ্যাপীঠে ব্যবস্থাপনা কমিটিতে শিক্ষানুরাগী সদস্য মনোনীত হলেন শেখ সাইফুল বারী সফু। বে-সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি প্রবিধিমালা ২০০৯ এর ৫২ মোতাবেক প্রস্তাব অনুযায়ী কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের শিক্ষানুরাগী সদস্য হলেন তিনি। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিদর্শক প্রকৌশলী মোঃ আবদুল কুদ্দুস সরদার ও কারিকুলাম বিশেষঞ্জ মোঃ আনোয়ার হোসেন মৃধা স্বাক্ষরীত ৫.৭.১৭.০০০০.৪০২.০৬.৯০৮৪(৩)১৮/২৬২০ নম্বর স্বারকে এ মনোনীত করা হয়। শেখ সাইফুল বারী সফু কালিগঞ্জ প্রেসক্লাবের বারবার নির্বাচীত সভাপতি, একাধীক শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত। তিনি ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ভোরের ডাক, ইংরেজি দদৈনিক বাংলাদেশ টু-ডে ও খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভুমি পত্রিকার কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন।

Check Also

ইইউর ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সাতটি দেশকে ‘নিরাপদ’ ঘোষণা করেছে। বুধবার (১৬ এপ্রিল) প্রকাশিত এই তালিকায় বাংলাদেশের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।