টাঙ্গাইল: আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করতে টাঙ্গাইলে পৌঁছেছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তারা টাঙ্গাইলে পৌঁছেন।
ড. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের শীর্ষনেতারা এখানে রয়েছেন।
গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু গণমাধ্যমকে বলেন, আজ মওলানা ভাসানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আমরা উনার মাজার জিয়ারত করতে টাঙ্গাইল এসেছি।
ঢাকা থেকে দুইটি গাড়িতে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা টাঙ্গাইল পৌঁছান। কবর জিয়ারতের পর সেখানে স্থানীয় ঐক্যফ্রন্ট আয়োজিত একটি সভায় তাদের বক্তব্য রাখার কথা রয়েছে।
Check Also
গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’
প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …