নিজস্ব প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাতক্ষীরা জেলার সাবেক সভাপতি ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বিএনপির মনোনয়নপত্র জমা দিয়েছেন। শুক্রবার বিকেলে রাজধানী ঢাকার নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সস্ত্রীক উপস্থিত হয়ে তিনি দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভির হাতে মনোনয়নপত্র জমা দেন। সেসময় সাতক্ষীরা জেলা, কলারোয়া ও তালা উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরআগে শুক্রবার সকাল ৮টার দিকে ৪০দিন পর সাতক্ষীরা কারাগার থেকে জামিনে মুক্তি পান বিএনপির এ নেতা। কারাগার থেকে বেরিয়ে কলারোয়ায় তাঁর বাসভবনে কিছুক্ষণ অবস্থান করেই সোজা চলে যান ঢাকায়। দুপুরের পর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে স্ত্রী এড. শাহানা পারভিন বকুল ও তিনি নিজে মনোনয়নপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির একাধিক নেতা।
Check Also
তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …