সাতক্ষীরা-১ আসনে বিএনপির মনোনয়নপত্র জমা দিলেন সাবেক এমপি হাবিব

নিজস্ব প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাতক্ষীরা জেলার সাবেক সভাপতি ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বিএনপির মনোনয়নপত্র জমা দিয়েছেন। শুক্রবার বিকেলে রাজধানী ঢাকার নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সস্ত্রীক উপস্থিত হয়ে তিনি দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভির হাতে মনোনয়নপত্র জমা দেন। সেসময় সাতক্ষীরা জেলা, কলারোয়া ও তালা উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরআগে শুক্রবার সকাল ৮টার দিকে ৪০দিন পর সাতক্ষীরা কারাগার থেকে জামিনে মুক্তি পান বিএনপির এ নেতা। কারাগার থেকে বেরিয়ে কলারোয়ায় তাঁর বাসভবনে কিছুক্ষণ অবস্থান করেই সোজা চলে যান ঢাকায়। দুপুরের পর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে স্ত্রী এড. শাহানা পারভিন বকুল ও তিনি নিজে মনোনয়নপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির একাধিক নেতা।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।