২ হাজার ৪৮টি গায়েবি মামলার তালিকা ইসিতে দিল বিএনপি

ক্রাইমর্বাতা রিপোর্ট: বিএনপি নির্বাচন কমিশনে (ইসি) প্রধান নির্বাচন কমিশনার বরাবর গত তিনমাসে করা গায়েবি ও মিথ্যা মামলা এবং তাতে তালিকাভুক্তদের নামের তালিকা জমা দিয়েছে। একই তালিকা প্রধানমন্ত্রীর কাছেও জমা দিয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিসহ তালিকা আজ রোববার সকালে জমা দেন বিএনপির কেন্দ্রীয় মামলা ও তথ্য সংগ্রহকারি কর্মকর্তা মো. সালাহউদ্দিন খান।

মহাসচিব স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, গত ১ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ২ হাজার ৪৮টি মামলা করা হয়েছে। গত আট নভেম্বর তফসিলের পর ৭৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বাড়িতে বাড়িতে তল্লাসি অব্যাহত রেখেছে। তারা হুমকিও দিচ্ছে। তাই এই হুমকি ও গ্রেফতার বন্ধের জন্য সিইসির হস্তক্ষেপ কামনা করেছেন মহাসচিব।

Check Also

ভোমরা বন্দরে চার মাসে ৪০০ কোটি টাকা আয়

দক্ষিণবঙ্গ সাতক্ষীরার আধুনিক নিরাপদ ও পরিবেশ বান্ধব বাণিজ্যিককেন্দ্র ভোমরা স্থল বন্দর। আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।