‘আনপ্রেডিক্টেবল পাকিস্তান’

ক্রাইমবার্তা রিপোর্ট

‘আনপ্রেডিক্টেবল’ তকমাটা পাকিস্তানের নামের সাথে এমনি এমনিই লাগেনি। সেটা আরো একবার প্রমাণ করলো তারা। জেতা ম্যাচটি কঠিন করে উত্তেজনার চরমে পৌঁছে তারপর হারলো। আবুধাবি টেস্টে ৪ রানে জিতলো নিউজিল্যান্ড।

অথচ তৃতীয় দিনে বোলারদের কৃতিত্বে জয়ের জন্য ১৭৬ রানের টার্গেট সেট করেছিল পাকিস্তান। জয়টা সহজ ছিল তাদের জন্য। কিন্তু চতুর্থ দিনের শুরুতে দুই ওভারে তিন উইকেটের পতন এবং পরে সেই মিছিলে বাকিরা যোগ দিলে ম্যাচটি কঠিন হয়ে দাঁড়ায়। ধুঁকতে থাকে পাকিস্তান।

৪৩ থেকে ৫১ ওভারের মধ্যে পাঁচ উইকেটের পতন হয়। এক পর্যায়ে জয়ের জন্য প্রয়োজন হয় ১২ রান। এই রানই বিশাল হয়ে দাঁড়ায় কারণ হাতে তখন মাত্র ১ উইকেট। একপ্রান্তে মাটি কামড়ে পড়ে থাকেন আজহার আলি। দলকে জয়ের বন্দরে পৌঁছানোর দায়িত্ব তার কাঁধেই থাকে। সর্বোচ্চ সংগ্রহটা তার নামের পাশেই ছিল। একপ্রান্তে মাটি কামড়ে পড়েছিলেন। অপরপ্রান্তে থাকা মোহাম্মদ আব্বাসকে নিয়ে গুটি গুটি পায়ে এগিয়েও যাচ্ছিলেন। কিন্তু শেষটা সুন্দরভাবে করতে পারলেন না। এজাজ প্যাটেলের বলে ব্যক্তিগত ৬৫ রান নিয়ে এলবিডব্লিউ হয়ে ফিরে গেলেন ব্যর্থ মনোরথে।

নিউজিল্যান্ডের প্যাটেল একাই শিকার করেছেন পাঁচটি উইকেট। দুটি করে উইকেট তুলেছেন ইস সোধি ও নিল ওয়েগনার।


Check Also

১৫ বছরে আওয়ামী লীগ ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে; ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১৫ বছরে আওয়ামী লীগ ২৬ লাখ কোটি টাকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।