ক্রাইমর্বতা রিপোর্ট:
প্রথম মৌসুমে ‘ধারে’ খেললেও এবারই পাকাপাকিভাবে পিএসজিতে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই সতীর্থ নেইমারকে নিয়ে তিনি মুগ্ধ। সে মুগ্ধতা যেন শেষই হতে চাচ্ছে না। ব্রাজিলিয়ান এই তারকাকে এবার সবার সেরা বলে মত দিলেন তিনি। নেইমারের জন্যই পিএসজি ফ্রান্স জাতীয় দলের থেকে আলাদা, এটাও মনে করেন তিনি।
নেইমারের জন্যই পিএসজি এমবাপ্পের কাছে ফ্রান্স জাতীয় দলের চেয়ে পুরোপুরি আলাদা। কেন আলাদা সেটির ব্যাখ্যা দিয়েছেন ফরাসি তারকা, ‘ফ্রান্স আর পিএসজি আমার কাছে এক নয়। ফ্রান্সের হয়ে আমরা যারা খেলি, সবার মানই মোটামুটি একরকম। কিন্তু পিএসজিতে তেমন নয়। কেননা পিএসজিতে খেলে নেইমার। আমার মতে সে সবার চেয়ে আলাদা, সবার ওপরে।’
সামনেই ব্যালন ডি’অরের পুরস্কার। কিছুদিনের মধ্যেই জানা যাবে কাকে বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কৃত করছে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। সম্মানের এই পুরস্কারটা পাওয়ার জন্য এবার লড়ছেন এমবাপ্পে, গ্রিজমান, সালাহ, মদরিচ, মেসি, রোনালদো, হ্যাজার্ড ও ভারানের মতো তারকারা। কিন্তু এই পুরস্কার কার পাওয়া উচিত বলে এমবাপ্পে মনে করেন? কারওর নাম নিশ্চিতভাবে না বললেও তিনি আকারে-ইঙ্গিতে জানিয়ে দিয়েছেন বিশ্বকাপ জেতা ফ্রান্স দলের কারওরই জেতা উচিত এই পুরস্কার,‘আমার মনে হয় বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের কারওর এই পুরস্কারটা জেতা উচিত। এটা যদি হয়, তাহলে আমাদের সফল অভিযান (বিশ্বকাপ জয়) ন্যায্যভাবে মূল্যায়িত হবে।’
এমবাপ্পের প্রত্যাশা ব্যালন ডি’অর নিয়ে আছেই। এ পুরস্কারে এমবাপ্পের নাম সম্ভাব্য বিজয়ী হিসেবে আসছে ঘুরে-ফিরেই। তবে মনোনীত তালিকার দিকে চোখ বুলিয়ে এ ব্যাপারে বেশ বিনীত বিশ্বকাপের সেরা তরুণ প্রতিভা, ‘আমি পুরস্কারটা পেতেই চাই। তবে সত্যি বলতে যেমনটা ভাবছি, তেমনটি নাও হতে পারে। এই পুরস্কারের তালিকায় এমন অনেক যোগ্য খেলোয়াড় আছে। তাই বলতে পারছি না এটি কে জিতবে।’