ক্রাইমবার্তা রিপোর্ট
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে চোরাচালানীদের তাড়া করে ভারতীয় শাল-চাদরসহ বহনকারী মোটরসাইকেল চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার বেলা ১টার দিকে উপজেলার কেঁড়াগাছির আমতলী সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক সাইদুল্লাহ (২৮) উপজেলার বাকসা গ্রামের আরমান আলীর ছেলে। কাকডাঙ্গা বিওপির ল্যান্স নায়েক সাহিদুল ইসলাম জানান- সোমবার ওই সময় ওই সীমন্তে বিজিবি সদস্যরা টহল দিচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল যোগে চোরাকারবারীরা ভারতীয় মালামাল নিয়ে কলারোয়া অভিমুখে যাওয়ার সময় তাদেরকে তাড়া করলে মোটরসাইকেল থেকে তারা পড়ে যায়। তখন বিজিবি সদস্যরা মোটরসাইকেলে থাকা ১২০ পিচ ভারতীয় শাল চাদর, ব্যবহৃত মোটরসাইকেলসহ জব্দসহ চালককে আটক করে। উদ্ধারকৃত শাল চাদরের আনুমানিক মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা। এ ব্যাপারে কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।