ক্রাইমবার্তা রিপোর্ট
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দলে ডাক পেলেন বাঁ-হাতি ব্যাটসম্যান সাদমান ইসলাম। গেল শনিবার ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঐ দলে ছিলেন না সাদমান। তবে আজ হঠাৎ করেই জাতীয় দলে ডাক পেলেন তিনি। ফলে ১৩ জনের স্কোয়াড এখন হল ১৪ জনের।
বাংলাদেশ ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলে খেলা সাদমান প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। ঘরোয়া আসরে বেশ অভিজ্ঞ তিনি। ৪২টি প্রথম শ্রেনির ম্যাচে ৭টি সেঞ্চুরি ও ১৬টি হাফ-সেঞ্চুরিতে ৩০২৩ রান করেছেন সাদমান।
সর্বশেষ ২০তম জাতীয় ক্রিকেট লিগে ঢাকা মেট্রোর হয়ে ১০ ইনিংসে সর্বোচ্চ ৬৪৮ রান করেছেন ২৩ বছর বয়সী সাদমান। ৬৪.৮০ গড়ে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে খেলেছেন সাদমান। ওপেনার হিসেবে নেমে ১০টি চার ও ১টি ছক্কায় ১৬৯ বলে ৭৩ রান করেন তিনি।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগামী ২২ নভেম্বর থেকে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি।
বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিথুন, মোমিনুল হক, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ এবং নাঈম হাসান।