পুলিশ হেড কোয়ার্টারে বসে কেউ নির্বাচনের ছক সাজাচ্ছ না’

ক্রাইমবার্তা রিপোটঃপুলিশ হেড কোয়ার্টারে বসে কেউ নির্বাচনের ছক সাজাচ্ছ না বলে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এমন অভিযোগ করলে বিএনপিকে তথ্য প্রমাণসহ তুলে ধরতে হবে। তফসিলের পর বিএনপির কোনো নেতাকর্মী অপরাধ করে ছাড় পাবে এটা যেন তারা মনে না করেন বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি বিদেশীদের কাছে নালিশ করছে। বিদেশীদের কাছে নালিশ করলে সম্মান বাড়ে না বরং কমে। তারা এই নালিশ করার মাধ্যমে দেশকে ছোট করছে।

তিনি আরও বলেন, অন্ধকারে ঢিল ছোড়া বিএনপির আগের অভ্যাস। এই অভ্যাস পরিত্যাগ করতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনের পরিবেশ যেমন আছে তেমনটি থাকলে সুষ্ঠু নির্বাচন হবে। নির্বাচন কমিশন কার পক্ষে কাজ করছে সেটা ৩০ ডিসেম্বরের পরে বোঝা যাবে।

ক্ষমতাসীন জোটের আসন বন্টনের বিষয়ে তিনি বলেন, মহাজোটের আসন বন্টনের বিষয়ে সমঝোতা হয়ে গেছে। এখন শুধু প্রধানমন্ত্রীর গ্রিন সিগনালের অপেক্ষায় আছেন সবাই।

এর আগে মঙ্গলবার তিনি বলেন, ‘যুক্তফ্রন্টের সঙ্গে একটা অ্যালায়েন্স হতে পারে। তবে তারা নৌকায় ভোট করবেন না নিজেদের প্রতীকে ভোট করবেন সে সিদ্ধান্ত হয়নি। ধরে নিচ্ছি তারা নিজেদের প্রতীকে নির্বাচন করবে।’

Check Also

২০২৫-২০২৬ সেশনের কালিগঞ্জ উপজেলা জামায়াতের ০৯টি ইউনিয়নের আমীরগণের শফথ গ্রহণ

ড. মিজান সাংবাদিক কালিগঞ্জ: আজ ২২ ডিসেম্বর বিকাল ০৪ টায় উপজেলা জামায়াত অফিসে ০৯ টি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।