শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর সদর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেন শ্যামনগর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন সরকার।
জানা যায়, ২২ শে নভেম্বর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন সরকারের নেতৃত্বে শ্যামনগর সদর উপজেলায় বিভিন্ন জায়গায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও মোড়কে মেয়াদ ব্যবহার না করায় একটি বেকারীকে ১০০০০ (দশ হাজার) টাকা জরিমানা করা হয়। একইসাথে গাজী ব্রিকস-২ কর্তৃপক্ষ লাইসেন্স দেখাতে না পারায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং দ্রুততম সময়ের মধ্যে লাইসেন্স তৈরীর জন্য লিখিতভাবে অঙ্গীকারনামা নেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর থানার এসআই মো: মোস্তফা আলম, এসআই মো: রোকন মিয়াসহ স্থানীয় ব্যবসায়ীগণ ও সাধারণ মানুষ। এমন কাজের জন্য সুজন সরকার সহ সংস্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এলাকাবাসী।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …