ক্রাইমবার্তা রিপোট: জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরেও ঢাকা-১৫ সংসদীয় আসনসহ সারা দেশে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরসহ বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেফতার ও নতুন মামলা দায়েরের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলের সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরেও ঢাকা-১৫ সংসদীয় আসনসহ সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ বিরোধী দলের অসংখ্য নেতা-কর্মীকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার এবং জনগণের মধ্যে পরিকল্পিতভাবে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করছে। নির্বাচনের পরিবেশ ধ্বংস করার হীন উদ্দেশ্যে সরকারের এ ধরনের অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
বিবৃতিতে বলা হয়, ঢাকা-১৫ সংসদীয় আসনে বিরোধী দলের নেতা-কর্মী সন্দেহে পুলিশ সাধারণ মানুষকে অন্যায়ভাবে গ্রেফতার ও হয়রানি করছে। ঐ এলাকা থেকে জাহানারা বেগম, হালিমা খাতুন, তাসলিমা খন্দকার, আবদুল মুগনী, তৌফিক হোসেন প্রিন্স, ওয়াহিদুর রহমান তপন ও রফিকুল ইসলামসহ আরো অনেক নারী-পুরুষকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে কোন মামলা কিংবা গ্রেফতারি পরোয়ানা কোন কিছুই নেই। নির্বাচন কমিশন বলছে গ্রেফতারী পরোয়ানা ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না। অথচ মামলা ও গ্রেফতারী পরোয়ানা ছাড়াই লোকদের গ্রেফতার করা হচ্ছে।
বিবৃতিতে আরো বলা হয়, ‘অন্য দিকে সরকারী দলের নেতা-কর্মীরা সারাদেশে নির্বাচনী আচরণ বিধি লংঘন করে অবাধে প্রচারণা চালাচ্ছে এবং জনগণকে ভয়-ভীতি দেখাচ্ছে। তাহলে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত হলো কিভাবে? এ সব ঘটনা থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে যে, দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের কোন পরিবেশ সৃষ্টি হয়নি। বর্তমান সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আদৌ সম্ভব নয়।’
বিবৃতিতে অবিলম্বে গ্রেফতার করা বন্ধ এবং গ্রেফতারকৃতদের নিঃশর্তভাবে মুক্তি দাবি করা হয়েছে
- প্রেস বিজ্ঞপ্তি