কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ“সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জে ৪৭তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা সমবায় বিভাগের আয়োজনে রোববার সকাল ১০ টায় উপজেলা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা সমবায় কর্মকর্তা শেখ মুজিবর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধকালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। হোগলা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারন সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার মন্ডল, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, গোবিন্দকাটি পোল্ট্রি খামার মালিক সমবায় সমিতির সভাপতি দীলিপ কুমার সরকার, সমবায়ী অবকাশ চন্দ্র, কালিগঞ্জ অনলাইন রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক আতিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের মাধ্যমে কালিগঞ্জ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ সমবায় সমিতি, শ্রেষ্ঠ সমবায়ি, শ্রেষ্ট সমবায় সংগঠক, শ্রেষ্ঠ উদীয়মান সমবায় সমিতি, শ্রেষ্ঠ মহিলা সমবায় সমিতির সম্পাদকদের মাঝে সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিকবৃন্দ, সাংবাদিক, সূধি ও সমবায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। ৪৭তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার পেলেন পরিবেশ ও কৃষি উন্নয়ন সমবায় সমিতির সম্পাদক আশরাফুল ইসলাম, সংঙ্কপুর বন্ধন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির নির্বাহী পরিচালক আলগীর হোসেন, গোবিন্দকাটি পল্ট্রি খামার সমবায় সমিতির সম্পাদক দীলিপ কুমার সরকার, শ্রেষ্ঠ সমবায়ী নাজিম উদ্দিন, আনজুয়ারা খাতুন, সৈয়েদ আসলাম আলী প্রমুখ।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …