রাবাদা–পেরেরাকে টপকে যেতে পারবেন তাইজুল?

ক্রাইমবার্তা রিপোর্টঃ  দুর্দান্ত রেকর্ডের হাতছানি তাঁর সামনে। বছরের সেরা উইকেটশিকারি হতে পারবেন কি না, এই প্রশ্নের উত্তর দিতে তাইজুল সুযোগ পাচ্ছেন মাত্র একটি টেস্ট। গত তিন টেস্টে যে বোলিংটা করেছেন মিরপুর টেস্টেও যদি ধরে রাখতে পারেন…

বছরের সেরা টেস্ট বোলার হওয়ার হাতছানি। তাইজুল ইসলাম পারবেন রেকর্ডটা গড়তে? ওয়েস্ট ইন্ডিজ দল এখনো চট্টগ্রামে। বাংলাদেশ দলের খেলোয়াড়েরা চলে এসেছেন ঢাকায়। আজ কোনো অনুশীলন ছিল না। চট্টগ্রাম টেস্ট পুরো ৫ দিন হলে তো আজ হতো শেষ দিন। বিচ্ছিন্নভাবে যে কজন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এলেন, তাইজুল তাঁদের একজন। বাড়ির ছাদে শীতের মিষ্টি রোদ গায়ে মেখে যেভাবে আড্ডা হয়, বিসিবি একাডেমি ভবনের সিঁড়িতে বসে সংবাদমাধ্যমের সামনে ঠিক সেভাবেই কথা বললেন বাঁহাতি স্পিনার।কথা শেষে যখন চলে যাবেন, এক সাংবাদিক মনে করিয়ে দিলেন, এ বছর টেস্টে সেরা বোলার হওয়ার সুযোগ আছে। তথ্যটা যে তাঁর বেশ জানা, বললেন তাইজুল, ‘হুম, জানি। কিন্তু দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার তো এখনো টেস্ট আছে।’ এ বছর ৬ টেস্টে ৪০ উইকেট নেওয়া তাইজুলের সামনে বছরের শীর্ষ বোলার হওয়ার সুযোগ ভালোমতোই আছে। তাইজুলের লড়াইটা চলছে কাগিসো রাবাদা, জেমস অ্যান্ডারসন ও দিলরুয়ান পেরেরার সঙ্গে। ব্যবধানটা খুব বেশি নয়।

এর মধ্যে অ্যান্ডারসনের (৪৩) উইকেট সংখ্যা আর বাড়ছে না, এ বছর আর তাঁর ম্যাচ নেই। ২০১৮ সালে ৪৬ উইকেট পাওয়া রাবাদা একটি টেস্ট খেলার সুযোগ পাবেন। বক্সিং ডেতে সেঞ্চুরিয়নে পাকিস্তানের বিপক্ষে টেস্ট আছে দক্ষিণ আফ্রিকার। ইংল্যান্ডের বিপক্ষে কলম্বো টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে পেরেরার উইকেটও হয়ে গেছে ৪৬টি। আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে পেরেরা পেতে পারেন আরও দুই টেস্ট খেলার সুযোগ।

সেখানে তাইজুল পাবেন আর এক টেস্ট। বছরের সেরা হতে তাইজুলকে দুর্দান্ত বোলিং করতে হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে। গত ৩ টেস্টে ২৫ উইকেট তাইজুলের। যে ছন্দে আছেন, তাতে শীর্ষ উইকেটশিকারি হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। কিন্তু রাবাদা-পেরেরাদের সমান সুযোগ পান না বলে তাঁর জন্য কাজটা হয়ে গেল বেশি কঠিন।

প্রতিদ্বন্দ্বীদের চেয়ে তিনি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন একটু কমই। এ বছর তাঁর ৪০ উইকেট এসেছে ৬ টেস্টে, যেখানে অ্যান্ডারসনের ৪৩ উইকেট এসেছে ১২ ম্যাচে। তাইজুল এ বছর যেখানে ৭ টেস্ট খেলবেন, সেখানে পেরেরা খেলবেন ১১ টেস্ট, রাবাদা ১০টি। ‘টেস্ট কয়টা খেলেছি, সেটা কি আর কেউ দেখবে? সবাই মনে রাখবে কয়টা উইকেট পেয়েছি’, তাইজুলের আক্ষেপ। অবশ্য পরক্ষণেই বলেন, ‘এসব নিয়ে চিন্তা করছি না। ভালো বোলিং করলে কিছু একটা হয়ে যাবে।’ বছরের শীর্ষ উইকেটশিকারি হতে পারবেন কি না, সেটি অনিশ্চিত থাকলেও বছরটা তাঁর ক্যারিয়ারের সেরা, মানতে দ্বিধা নেই, ‘হুম, সে রকমই তো মনে হচ্ছে।’

তাইজুলের সামনে আরও একটি রেকর্ডের হাতছানি। ২২ টেস্টে পেয়েছেন ৯৪ উইকেট। মিরপুরে ৬ উইকেট পেলেই হয়ে যাবেন টেস্টে বাংলাদেশের দ্রুততম ১০০ উইকেট পাওয়া বোলার। এ কীর্তি নিয়েও ভাবছেন না তাইজুল, ‘এখন আমার মাথায় এত কিছু নেই। ভালো বোলিং করার চেষ্টা করে যাব। প্রথম থেকে যে চিন্তা সেটা কাজে লাগাব। আসলে ভালো বল করলে উইকেট পাওয়ার সুযোগটা বেশি থাকে।’

গত তিন টেস্টে সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছেন তাইজুল। জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত করেছেন, অনেকে বলতে পারেন সাকিব আল হাসান ছিলেন না বলেই পুরো আলো নিজের দিকে কেড়ে নেতে সুবিধা হয়েছে তাইজুলের। সাকিব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে খেলেছেন। সেখানেও দুর্দান্ত তাইজুলকে দেখা গেছে। অবশ্য সাকিবের সঙ্গে কিছুতেই তুলনায় যেতে চান না বাঁহাতি স্পিনার, ‘এশিয়ায় বলেন বা উপমহাদেশের বাইরে, সাকিব ভাইয়ের সঙ্গে কারও তুলনা করা যায় না। তার পরও সাকিব ভাই থাকার পরও যখন আমি উইকেট পাই, অনেক ভালো লাগে। সাকিব ভাইয়ের মতো হয়তো হতে পারব না, অন্তত কাছাকাছি যেতে পারব। সাকিব ভাই তো সাকিব ভাই-ই। সাকিব ভাইয়ের তুলনা হয় না।’

Check Also

আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।