ক্রাইমর্বাতা রিপোর্ট: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বগুড়ার ৩টি আসনে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।
বুধবার দুপুরে বগুড়া-২ আসনে প্রতিদ্বন্দ্বীতার জন্য শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার আলমগীর কবিরের নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক এমপি ও জামায়াত নেতা মাওলানা শাহাদাতুজ্জামান।
বগুড়া-৫ আসনে বিকেলে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসারের কাছে মনোয়নপত্র জমা দিয়েছেন শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, জামায়াত নেতা আলহাজ্ব দবিবুর রহমান এবং বগুড়া-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা অধ্যক্ষ মাওলানা তায়েব আলী। মনোনয়নপত্র জমাদানের সময় জামায়াত, শিবির নেতৃবৃন্দ তাদের সাথে ছিলেন।