২০ দলের শরিকরা যেসব আসন পেল

ক্রাইমবার্তা রিপোট:  বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র ২০ দলীয় জোট (সম্প্রসারিত ২৩ দল)।প্রায় এক দশক ধরে বিএনপির ছায়াসঙ্গী জোটের শরিক দলগুলো।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে ২০ দল। তারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নের চিঠি তাদের দেয়া হয়েছে।

২০ দলের শরিক দলগুলোকে ৪০ থেকে ৪২ টি আসন দিচ্ছে বিএনপি। এদের মধ্যে সবচেয়ে বেশি আসন পাচ্ছে জামায়াতে ইসলামী। দলটিকে ২৪ থেকে ২৫ টি আসনে ছাড় দিয়েছে বিএনপি।

দ্বিতীয় সর্বোচ্চ আসন পাচ্ছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি। দলটিকে ৪ টি আসন দিচ্ছে বিএনপি।

বাকী দলগুলো পাবে বাকি আসন।তবে আসন নিয়ে চূড়ান্ত সমঝোতা এখনও হয়নি। আজ মনোনয়নের টিকিট পাওয়া সবাই মনোনয়ন দাখিল করবেন। ৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহরের শেষ দিনে একজন প্রার্থী থেকে বাকি সবাই মনোনয়ন প্রত্যাহার করে নেবেন।

মঙ্গলবার রাতে বিএনপির কাছ থেকে ধানের শীষের মনোনয়ন ফরম নিয়েছে ২০ দলের শরিক দলগুলো।

জাতীয় পার্টিকে পাঁচটি আসনে মনোনয়নের চিঠি দেয়া হয়েছে। তারা হলেন- দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান টিআই ফজলে রাব্বি (গাইবান্ধা-১), মোস্তফা জামাল হায়দার (পিরোজপুর-১), এসএমএম আলম (চাঁদপুর-৩), আহসান হাবীব লিংকন (কুষ্টিয়া-২) ও সেলিম মাস্টার (ব্রাহ্মণবাড়িয়া-৩)।

এছাড়া ভোলা-১ আসনে বিজেপির আন্দালিব রহমান পার্থ, নড়াইল-২ এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, নারায়ণগঞ্জ-৫ আসনে সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, চট্টগ্রাম-৫ আসনে কল্যাণ পার্টির সৈয়দ মোহাম্মদ ইবরাহিম মনোনয়নের চিঠি

চট্টগ্রাম-১৪ আসনে এলডিপির অলি আহমদ, কুমিল্লা-৭ রেদোয়ান আহমেদ, লক্ষ্মীপুর-১ আসনে সাহাদাত হোসেন সেলিম, সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তে উলামায়ে ইসলামীর শাহিনুর পাশা মনোনয়নের চিঠি নিয়েছেন।

জামায়াতের ২৫ আসন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০ দলীয় জোটের দ্বিতীয় প্রধান শরিক দল বাংলাদেশ জামায়াত ইসলামীকে ২৫টি আসন দেয়া হয়েছে। ২০ দলীয় জোটের সূত্রে মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মোট ২৫ আসনে যারা মনোনয়ন পেয়েছেন তারা হলেন…

১. ঠাকুরগাঁও-২: মাওলানা আবদুল হাকিম

২. দিনাজপুর-১: মাওলানা মোহাম্মদ হানিফ

৩. দিনাজপুর-৬: মোহাম্মদ আনোয়ারুল ইসলাম

৪. নীলফামারী-২: মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু

৫. নীলফামারী-৩: মোহাম্মদ আজিজুল ইসলাম

৬. রংপুর-৫: অধ্যাপক গোলাম রব্বানী

৭. গাইবান্ধা-১: মাজেদুর রহমান সরকার

৮. সিরাজগঞ্জ-৪: মাওলানা রফিকুল ইসলাম খান

৯. পাবনা-৫: মাওলানা ইকবাল হুসাইন

১০. ঝিনাইদহ-৩: অধ্যাপক মতিয়ার রহমান

১১. যশোর-২: আবু সাঈদ মুহাম্মদ শাহাদাত হোসাইন

১২. বাগেরহাট-৩: অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ

১৩. বাগেরহাট-৪: অধ্যাপক আবদুল আলীম

১৪. খুলনা-৫: অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

১৫. খুলনা-৬: মাওলানা আবুল কালাম আযাদ

১৬. সাতক্ষীরা-২: মুহাদ্দিস আবদুল খালেক

১৭. সাতক্ষীরা-৩: মুফতি রবিউল বাশার

১৮. সাতক্ষীরা-৪: গাজী নজরুল ইসলাম

১৯. পিরোজপুর-১: আলহাজ্ব শামীম সাঈদী।

২০. ঢাকা-১৫: ডা. শফিকুর রহমান

২১. সিলেট-৫: মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী

২২. সিলেট-৬: মাওলানা হাবিবুর রহমান

২৩. কুমিল্লা-১১: ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের

২৪. চট্টগ্রাম ১৫: আ ন ম শামসুল ইসলাম

২৫. কক্সবাজার-২: হামিদুর রহমান আযাদ

Check Also

অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে : অ্যাটর্নি জেনারেল

র্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।