মাগুরা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থীকে জেলহাজতে প্রেরণ

ক্রাইমর্বাতা রিপোর্ট:

পেট্রল বোমা হামলা মামলায় মাগুরা-১ আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মনোয়ার হোসেন খানকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে মামলাটি থেকে জামিন নিতে তিনি মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন। সেখানে তার জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানো হয়।

২০১৫ সালের ২১ মার্চ মাগুরায় সদর উপজেলার মঘিরঢাল এলাকায় পেট্রল বোমা হামলায় ৫ বালু শ্রমিক নিহত হন। ওই ঘটনায় বিএনপি-জামাতের ২৬ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় বিএনপি নেতা মনোয়ার হোসেন খান ২ নম্বর আসামি।

মাগুরা জেলা বিএনপির সাবেক সহসভাপতি মনোয়ার হোসেন খান বৃহস্পতিবার আদালতে জামিনের জন্য আবেদন করলে মাগুরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।

মাগুরা-১ আসনের বিএনপি দলীয় প্রার্থী মনোয়ার হোসেন খানের আইনজীবী শাহেদ হাসান টগর বলেন, মনোয়ার হোসেন খান স্ত্রীর অসুস্থতার কারণে অনেক দিন ধরেই সিঙ্গাপুরে অবস্থান করছিলেন। কিন্তু সংসদ নির্বাচনে তিনি অধিক জনপ্রিয় হওয়ায় বিএনপি তাকে মনোনয়ন দেয়। এ কারণেই তিনি দেশে ফিরে মনোনয়নপত্র দাখিলের পর জামিনের জন্য আদালতে হাজির হন।

Check Also

সাতক্ষীরা পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীরের শপথ

মাসুদ রানা, সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।