ক্রাইমর্বাতা রিপোর্ট:
আসন্ন সার্ক সম্মেলন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান। সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পক্ষ থেকে মোদিকে আমন্ত্রণা জানোন হবে বলে মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহম্মদ ফয়সাল।
২০১৬ সালের সার্ক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ইসলামাবাদে। কাশ্মিরে পাকিস্তান ভিত্তিক একটি উগ্রবাদী সংগঠনের হামলার প্রতিবাদে সম্মেলন বয়কট করে পাকিস্তান। এরপর বাংলাদেশ, ভুটান ও আফগানিস্তানও ইসলামাবাদ সম্মেলন বর্জনের ঘোষণা দেয়। ফলে স্থগিত হয়ে যায় সম্মেলন।
মঙ্গলবার ইসলামাবাদে এক সম্মেলনে ফয়সাল প্রধানমন্ত্রী ইমরান খানের কথার প্রতিধ্বনি তোলেন। তিনি বলেন, ভারত যদি শান্তির জন্য এক কদম আগায় তাহলে পাকিস্তান দুই কদম আগাবে। আমরা ভারতের সাথে যুদ্ধ করেছি, তাই হয়তো সম্পর্ক খুব দ্রুত স্বাভাবিক হয়ে উঠবে না।
এসময় ফয়সাল জানান, ভারতের শিখ সম্প্রদায়ের জন্য কারতারপুর সীমান্ত খুলে দেবে পাকিস্তান। সেখানে তারা পাকিস্তানে অবস্থিত গুরুদোয়ারা দরবার সাহিবে ভিসা ছাড়াই ভ্রমন করতে পারবেন। ৬ মাসের মধ্যেই এ জন্য সকল পদক্ষেপ নেবে পাকিস্তান।