সন্ত্রাসীর ছুরিকাঘাতে যুবক খুন, বড় ভাই আহত

ক্রাইমর্বাতা রিপোর্ট: শোর শহরের বড়বাজার এলাকায় সন্ত্রাসীর ছুরিকাঘাতে পাপ্পু নামে এক যুবক নিহত হয়েছে। একই ঘটনায় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে তার বড় ভাই দিপু।

নিহত পাপ্পু ও আহত দিপু শহরতলীর শেখাহাটি বাবলাতলা এলাকার জিল্লুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পাপ্পু ও দিপু দীর্ঘদিন ধরে শহরের বড়বাজার এলাকায় মোবাইল রিচার্জের ব্যবসা করে আসছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে দোকানে কর্মরত অবস্থায় শহরের খালধার রোড এলাকার চিহ্নিত সন্ত্রাসী অপুর সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এ সময় সন্ত্রাসী অপু তাদের দুইজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে গুরুতর জখম পাপ্পু ও দিপুকে ২৫০ শয্যা যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা পাপ্পুকে মৃত ঘোষণা করেন। আর দিপুর অবস্থা আশষ্কাজনক।

ঘটনার পরপরই যশোর কোতোয়ালি মডেল থানার ওসি অপূর্ব হাসান হাসপাতালে যান। হত্যায় জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।