নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় ফুরকান হাসান (৮) নামের দ্বিতীয় শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের কাদপুর গ্রামে কলারোয়া-চান্দুড়িয়া সড়কের জনৈক মুক্তার আরতের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফুরকান হাসান কাদপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী হাসান আলীর পুত্র। সে কাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, মা রজিনা খাতুনের সাথে আর্সেনিকমুক্ত পানি আনতে গিয়ে উল্লেখিত স্থানে রাস্তা পার হওয়ার সময় চান্দুড়িয়া থেকে গয়ড়ামুখি একটি দ্রুত গতির ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয় শিশুপুত্র ফুরকান। তাৎক্ষণিক তাকে পার্শ্ববর্তী গয়ড়ার আছিয়া মেমোরিয়াল ক্লিনিকে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হয় ফুরকানকে। সেখানে রাত সাড়ে ৭টার দিকে মারা যায় শিশুটি। এ রিপোর্ট লেখার সময় শিশুটির লাশ বাড়িতে আনার প্রক্রিয়া চলছিলো। পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার স্কুলে ইংরেজি পরীক্ষা সম্পন্ন করে বাড়িতে আসে ফুরকান। বিকেলে মায়ের সাথে আর্সেনিকমুক্ত পানি আনার সময় এ দুর্ঘটনা ঘটে। তখন দুর্ঘটনাকবলিত ইজিবাইকের চালক চান্দুড়িয়া গ্রামের রমজান আলীর পুত্র মনির হোসেন আহত শিশু ও তার স্বজনদের নিয়ে প্রথমে গয়ড়া ক্লিনিকে ও পরে সাতক্ষীরা হাসপাতালে নিয়ে যান। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …