কলারোয়া সংবাদ ॥ তুচ্ছ ঘটনায় মারপিটের শিকার ভাই-বোন

ক্রাইমর্বাতা রিপোর্ট:

সাতক্ষীরার কলারোয়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাই-বোনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। আহত ভাই ও বোন কলারোয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় কলারোয়া থানায় অভিযোগ দিয়েছে ভূক্তভোগিরা। ঘটনাটি ঘটেছে উপজেলার গোছমারা মানিকনগর গ্রামে শুক্রবার রাত ৯টার দিকে।
অভিযোগ সূত্রে জানা গেছে- ওই গ্রামের মৃত মোনজেল বিশ্বাসের ছেলে শফিকুল, বিল্লাল ও ইকবাল নিজেরা তাদের সাংসারিক বিষয় নিয়ে প্রায়ই ঝগড়াঝাটি করে। এতে বিরক্ত হয়ে তাদের প্রতিবেশি মৃত আফছার উদ্দীন বিশ্বাসের ছেলে মুদি ব্যবসায়ী আহসান উল্লাহ (২৫) ও মেয়ে নারগিস বেগম (২৮) প্রতিবাদ করে। এ ঘটনারে জেরে শুক্রবার রাত ৯টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আহসান উল্লাহকে মারপিট করলে তার বোন নারগিস বেগম ঠেকাতে আসলে সেও মারপিটের শিকার হয়। গুরুতর আহত নারগিস ও আহসান উল্লাহকে কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মারুফ আহমেদ বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
##

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।