সিলেটের ৬ টি আসনে ১৫ জনের মনোনয়নপত্র বাতিল

সিলেটের ৬টি আসনে ১৫ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। সংশ্লিষ্ট রিটার্নিং কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এই ৬ আসনে লড়তে ৬৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
বাতিল ১৫টি মনোনয়নপত্রের মধ্যে সিলেট-১ আসনে ১ জন, সিলেট-২ আসনে ৩ জন, সিলেট-৩ আসনে ৩ জন, সিলেট-৪ আসনে ১ জন, সিলেট-৫ আসনে ৫ জন এবং সিলেট-৬ আসনে ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাতিল হওয়া উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছে, সিলেট-৫ আসনের বর্তমান এমপি জাতীয় পার্টির সেলিমুদ্দিন এবং সিলেট-৩ আসনের বিএনপি প্রার্থী  সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের পিএস কাইয়ূম চৌধুরী। এছাড়া আওয়ামী লীগ ও বিএনপির আর কারো মনোনয়নপত্র বাতিল হয়নি।

Check Also

সাতক্ষীরা পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীরের শপথ

মাসুদ রানা, সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।