ক্রাইমর্বাতা রিপোর্ট: খুলনা-৫ ও খুলনা-৬ আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশের দু’জন প্রার্থী পরিবর্তনের দাবি করেছে বিএনপি। এই দুটি আসনে সাংগঠনিকভাবে বিএনপি শক্তিশালী। উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী জয়লাভ করেছেন।
কিন্তু সেখানে বিএনপির পাশাপাশি জামায়াতের দুই নেতাকে বিএনপির মনোনয়ন দেয়া হয়েছে।
অনতিবিলম্বে খুলনা-৫ আসনে জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও খুলনা-৬ আসনে মহানগর জামায়াতের আমীর আবুল কালাম আজাদকে পরিবর্তন করে বিএনপির প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেয়ার দাবি জানিয়েছে বিএনপি।
রোববার দুপুরে নগরীর কেডি ঘোষ রোডে বিএনপি কার্যালয়ে ডুমুরিয়া উপজেলা বিএনপির এবং পরে একই স্থানে অনুষ্ঠিত কয়রা উপজেলা বিএনপির পৃথক দুই সভা থেকে এই দাবি ওঠে। কেন্দ্র থেকে দাবি মানা না হলে বিএনপির তৃণমূলের কর্মীরা কঠোরতর কর্মসূচি, এমনকি ধানের শীষ প্রতীক নেয়া বহিরাগতদের এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করবেন বলে জানান।
সভায় খুলনা-৬ আসন থেকে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা এবং খুলনা-৫ আসন থেকে সাবেক এমপি ডা. গাজী আবদুল হক অথবা জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মামুন রহমানকে বিএনপির প্রার্থী করার দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন খান আলী মুনসুর, মনিরুল হাসান বাপ্পী, মোল্লা মোশারফ হোসেন মফিজ, মুর্শিদুর রহমান লিটন, শামীম কবির, মোমরেজুল ইসলাম, নুরুল আমিন বাবুল, মনিরুজ্জামান মন্টু, কামরুজ্জামান টুকু প্রমুখ।