উত্তরায় তাবলিগ জামাতের বিক্ষোভ, তীব্র যানজট

ক্রাইমবার্তা রিপোট:   রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তাবলিগ জামাতের জোবায়েরপন্থীরা।

এতে সড়কের উভয়পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার পর বিক্ষোভ শুরু করেন তারা।

ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন, গত শনিবার তাবলিগ জামাতের দুপক্ষের হামলায় এক মুসল্লি নিহত হওয়ার প্রতিবাদে আজ বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন জুবায়ের সমর্থকরা।

বেলা ১১টার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে জুবায়ের সমর্থকরা বিক্ষোভ শুরু করেন।

এ সময় তারা তাবলিগ জামাতের আরেক পক্ষ সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

ওই দিনের হামলা ও এক মুসল্লির মৃত্যুর ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছেন তারা।

এদিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় দুপাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

প্রসঙ্গত, গত শনিবার টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা সাদ আহমাদ কান্ধলভী ও মাওলানা জোবায়ের আহমেদ সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।

এ ঘটনায় ইসমাইল মণ্ডল (৭০) নামে এক মুসল্লি নিহত হন। রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরেও উভয়পক্ষে সংঘর্ষ হয়।

এ ছাড়া বিমানবন্দর গোলচত্বরে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এসব ঘটনায় দুই শতাধিক মুসল্লি আহত হন।

5Shares
Please follow and like us:

Check Also

গণঅভ্যুত্থানের মাস পূর্তিতে সাতক্ষীরায় ‘শহীদী মার্চ’  পালিত

সাতক্ষীরা প্রতিনিধি: কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক মাস পূর্তিতে ‘শহীদী মার্চ’ পালিত হয়েছে সাতক্ষীরায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা শহরের শহীদ আসিফ চত্বরে শহীদী মার্চের কর্মসূচি পালন করে। সমাবেশে সাতক্ষীরার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, ‘‘শহীদ শিক্ষার্থীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।