ইন্দোনেশিয়ার পাপুয়ায় বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে নিহত ২৪

ক্রাইমবার্তা রিপোট: ‘   ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ পাপুয়ায় বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে অন্তত ২৪ জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

ঘটনা তদন্ত করতে গিয়ে ওই এলাকায় দেশটির সেনাবাহিনীর এক সদস্যও বিদ্রোহীদের গুলিতে প্রাণ হারিয়েছেন। খবর রয়টার্সের।

ইন্দোনেশিয়ার শ্রম মন্ত্রণালয় বলছে-এ ঘটনার পর ওই এলাকায় সব ধরনের নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

অস্ট্রেলিয়ার উত্তরে এবং নিউ গিনি দ্বীপের কাছে জেলার এনদুগায় গত রোববার রাতে ওই শ্রমিকদের গুলি চালিয়ে হত্যা করেছে বিদ্রোহীরা। কোনো কোনো গণমাধ্যম নিহতের সংখ্যা ৩১ জন বলেও দাবি করেছে।

মঙ্গলবার কর্তৃপক্ষ বলেছে-শ্রমিক হত্যার ঘটনার পর ওই এলাকায় সেনা এবং পুলিশের সমন্বয়ে যৌথ নিরাপত্তারক্ষী বাহিনী পাঠানো হয়েছে। এ সময় বিদ্রোহীদের হামলার মুখে পড়েন এ বাহিনীর সদস্যরা। এতে গুলিতে সেনাবাহিনীর এক সদস্য নিহত ও আরও একজন আহত হয়েছেন।

নিহত নির্মাণ শ্রমিকরা দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ইসতাকা কারইয়ায় কর্মরত ছিলেন। তারা পাপুয়ার অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে ওই এলাকায় বেশ কিছু সেতু ও রাস্তাঘাটের নির্মাণকাজ করছিলেন।

Check Also

সাতক্ষীরায় পুত্রবধূর হাতে নির্যাতিত সেই স্কুলশিক্ষক মারা গেছেন

ক্রাইমবাতা রিপোট, সাতক্ষীরা:   ছেলে ও পুত্রবধূর হাতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার সাতক্ষীরা সদর উপজেলার বাঁশতলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।