যশোর ব্যুরো: বাঘারপাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর মাস্টার নাসির হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন যশোর শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারী গোলাম কুদ্দুস।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, সকালে উপজেলা পরিষদে আসন্ন ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি মিটিং ছিল। উপজেলা প্রশাসন আয়োজিত মিটিং-এ অংশ নিয়েছিলেন ভাইস চেয়ারম্যান মাস্টার নাসির হায়দার। মিটিং থেকে ফেরার সময় বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ তাকে থানায় ডেকে নিয়ে যায়। সেখানে বসিয়ে রাখার পর গ্রেফতার দেখিয়ে দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় রয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা সুনির্দিষ্ট করে বলতে পারেননি গোলাম কুদ্দুস।#
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …