একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে ৮০জন প্রার্থিতা ফিরে পেয়েছেন । আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওস্থ জাতীয় নির্বাচন ভবনে প্রার্থীদের আপিলের শুনানি শেষে এ তথ্য জানানো হয়। বাতিল হওয়াদের মধ্যে আরো দুই প্রার্থীর মনোনয়ন ফিরিয়ে দেয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। এছাড়া ৭৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল বহাল রাখে নির্বাচন কমিশন। এর আগে দেশের বিভিন্ন স্থানে জেলা রিটার্নিং কর্মকর্তা কতৃক বাতিল হওয়া ৫৪৩ জন প্রার্থী আপিল আবেদন করেন। গতকাল ৫ই ডিসেম্বর পর্যন্ত তারা আবেদন করেছেন নির্বাচন কমিশনে। তবে বৃহস্পতিবার আপিল শুনানি হওয়া ১৬০ জনের মধ্যে ৩ জন প্রার্থী উপস্থিত হননি। শুক্র ও শনিবার বাকি আপিল নিষ্পত্তি করবে কমিশন।
Check Also
সাতক্ষীরায় পুত্রবধূর হাতে নির্যাতিত সেই স্কুলশিক্ষক মারা গেছেন
ক্রাইমবাতা রিপোট, সাতক্ষীরা: ছেলে ও পুত্রবধূর হাতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার সাতক্ষীরা সদর উপজেলার বাঁশতলা …