ক্রাইমর্বাতা রিপোট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করেছে আওয়ামী লীগ। সেখানে মহাজোট থেকে শরিক দলের মধ্যে আসন বণ্টনে বিকল্পধারা বাংলাদেশ তিনটি আসন পেয়েছে। এর মধ্য সাতক্ষীরা ৪ আসন থেকে সাবেক এমপি গোলাম রেজার নাম নেই। এতে হতাশ হয়েছেন তার অনুসারিরা।
শুক্রবার বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) মান্নানের হাতে মাহীসহ তিনজনের চূড়ান্ত মনোনয়নপত্র তুলে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
যে তিনটি আসনে বিকল্পধারা বাংলাদেশকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে, সেগুলো হল- লক্ষ্মীপুর-৪, মুন্সীগঞ্জ-১ ও মৌলভিবাজার-২। এই তিনটি আসন থেকে বিকল্পধারা বাংলাদেশের প্রার্থীরা মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।
মুন্সীগঞ্জ-১ থেকে প্রেসিডিয়াম সদস্য ও যুক্তফ্রন্টের মুখপাত্র মাহী বদরুদ্দোজা চৌধুরী, লক্ষ্মীপুর-৪ থেকে বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এবং মৌলভীবাজার-২ আসন থেকে বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য এমএম শাহীন মহাজোটের প্রার্থী হিসেবে আজ মনোনীত হয়েছেন।
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিকল্পধারা বা যুক্তফ্রন্টের জন্য নৌকা প্রতীকে তিনটির বেশি আসন দেয়া সম্ভব নয়। বাকি আসনগুলোতে তারা নিজেদের প্রতীকে করতে পারবেন।