ক্রাইমর্বাতা রিপোট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরীরর মনোনয়ন নিয়ে নানা জল্পনা কল্পনা থাকলেও সেটার অবসান হয়েছে। দলীয় প্রতীক কুলা নয়, মাহী নৌকা প্রতীকেই নির্বাচনে লড়াই করবেন।
আজ শুক্রবার বিকল্প ধারার মহাসচিব মেজর (অব) মান্নানের হাতে মাহীসহ তিনজনের চূড়ান্ত মনোনয়নপত্র তুলে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিকল্প ধারার মহাসচিব বলেন, আমরা তিনটি আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছি। আরো কয়েকটিতে পাবো বলে আশা করছি।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …