ক্রাইমর্বাতা রিপোট: মহানগর পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবিরকে প্রত্যাহার করে নতুন একজনকে দায়িত্ব দেয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার এ সংক্রান্ত নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন অভিযোগ আমলে নিয়ে হুমায়ুন কবীরকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
কমিশন সূত্র জানিয়েছে, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে কেএমপি কমিশনারের ‘ভূমিকা’ নিয়ে ইসিতে বিরূপ প্রতিবেদন পড়ে। অভিযোগের পর এই কর্মকর্তাকে প্রত্যাহার করার জন্য কমিশন সভায় একজন কমিশনার প্রস্তাব করেছিলেন। তার পরিপ্রক্ষিতে নির্বাচন কমিশন কেএমপি কমিশনারকে প্রত্যাহার সংক্রান্ত নথিতে অনুমোদন দেয়।
এর আগে নারায়ণগঞ্জ এসপি আনিসুর রহমানকেও বদলি করার দাবি জানিয়েছিল বিএনপি। তারপর সেখানে পরিবর্তন এনে হারুন অর রশীদকে নতুন এসপি নিয়োগ দেওয়া হয়। দুজন ওসিকেও প্রত্যাহার করে ইসি।
এর ধারাবাহিকতায় এবার কেএমপি পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া হল। নতুন কাউকে নিয়োগের বিষয়েও ইসির সম্মতি নিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে।