মহাজোট থেকে জাতীয় পার্টি পেল ২৯ আসনঃ স্বতন্ত্র ১৩২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
০৯ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি নিজ দলের প্রার্থী তালিকা তালিকা ও মহাজোটের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আজ রোববার জাতীয় পার্টির ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলটি মহাজোটের হয়ে ২৯টি আসনে লড়বে। এর বাইরে জাতীয় পার্টির আরও ১৩২ জন প্রার্থী ১৩২টি আসনে লড়বেন। তবে এরা মহাজোটের প্রার্থী হিসেবে গণ্য হবেন না। এসব আসনে নৌকা ও লাঙ্গলের প্রার্থী থাকবেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টির প্রার্থীদের নামও উল্লেখ করা হয়।

জাতীয় পার্টির একটি সূত্র জানিয়েছে, এই তালিকা নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী হয়ে জাতীয় পার্টির ২৯ জন প্রার্থী ভোটে লড়াই করবেন। তাঁরা হলেন—নীলফামারী-৩: মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল, নীলফামারী-৪: আহসান আদেলুর রহমান, লালমনিরহাট-৩: গোলাম মোহাম্মদ কাদের, রংপুর-১: মো. মসিউর রহমান রাঙ্গা, রংপুর-৩: হুসেইন মুহম্মদ এরশাদ, কুড়িগ্রাম-১: এ কে এম মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম-২: পনির উদ্দিন আহমেদ, গাইবান্ধা-১: শামীম হায়দার পাটোয়ারী, বগুড়া-২: শরিফুল ইসলাম জিন্নাহ, বগুড়া-৩: নুরুল ইসলাম তালুকদার, বগুড়া-৬: মো. নুরুল ইসলাম ওমর, বগুড়া-৭: আলতাফ আলী, বরিশাল-৩: গোলাম কিবরিয়া টিপু, বরিশাল-৬: নাসরিন জাহান রতনা, পিরোজপুর-৩: রুস্তম আলী ফরাজী, টাঙ্গাইল-৫: শফিউল্লাহ আল মুনির, ময়মনসিংহ-৪: বেগম রওশন এরশাদ, ময়মনসিংহ-৮: ফখরুল ইমাম, কিশোরগঞ্জ-৩: মজিবুল হক চুন্নু, ঢাকা-৪: সৈয়দ আবু হোসেন বাবলা, ঢাকা-৬: কাজী ফিরোজ রশীদ, নারায়ণগঞ্জ-৩: লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-৫: সেলিম ওসমান, সুনামগঞ্জ-৪: পীর ফজলুর রহমান মিজবাহ, সিলেট-২: ইয়াহ ইয়া চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২: জিয়াউল হক মৃধা, ফেনী-৩: লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, লক্ষ্মীপুর-২: মো. নোমান, চট্টগ্রাম-৫: আনিসুল ইসলাম মাহমুদ।

জাতীয় পার্টির উন্মুক্ত প্রার্থীরা হলেন—রংপুর-২: আসাদুজ্জামান চৌধুরী শাবলু, কুড়িগ্রাম-৩: আক্কাস আলী সরকার, কুড়িগ্রাম-৪: মেজর (অব.) আশরাফ উদ দৌলা, গাইবান্ধা-৩: দিলারা খন্দকার শিল্পী, খুলনা-১: সুনীল শুভ রায়, সাতক্ষীরা-১: সৈয়দ দিদার বখত্, সাতক্ষীরা-২: শেখ মাতলুব হোসেন লিয়ন, সাতক্ষীরা-৪: আবদুস সাত্তার মোড়ল, জামালাপুর-৪: মোখলেছুর রহমান, শেরপুর-১: ইলিয়াস উদ্দিন, শেরপুর-৩: মো. আবু নাসের, সিলেট-৫: সেলিম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-৫: কাজী মামুনুর রশীদ, পঞ্চগড়-১: আবু সালেক, পঞ্চগড়-২: লুৎফর রহমান রিপন, ঠাকুরগাঁও-৩: হাফিজ উদ্দিন, দিনাজপুর-১: মো. শাহীনুর ইসলাম, দিনাজপুর-২: মো. জুলফিকার হোসেন, দিনাজপুর-৪: মো. মোনাজাত চৌধুরী, দিনাজপুর-৫: সোলায়মান সামী, দিনাজপুর-৬: মো. দেলোয়ার হোসেন, নীলফামারী-১: জাফর ইকবাল সিদ্দিকী, লালমনিরহাট-১: মো. খালেদ আখতার, রংপুর-৪: মোস্তফা সেলিম বেঙ্গল, রংপুর-৫: মো. ফখরুজ্জামান জাহাঙ্গীর, গাইবান্ধা–৪: কাজী মো. মশিউর রহমান, গাইবান্ধা-৫: এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু, জয়পুরহাট-১: আ স ম মোক্তাদির তিতাস, জয়পুরহাট-২: কাজী মো. আবুল কাশেম, বগুড়া-৪: হাজি নুরুল আমিন বাচ্চু, বগুড়া-৫: তাজ মোহাম্মদ শেখ, নওগাঁ-১: আকবর আলী কালু, নওগাঁ-২: মো. বদিউজ্জামান, নওগাঁ-৩: তোফাজ্জল হোসেন, নওগাঁ-৪: মো. এনামুল হক, রাজশাহী-২: খন্দকার মোস্তাফিজুর রহমান, রাজশাহী-৫: মো. আবুল হোসেন, রাজশাহী-৬: মো. ইকবাল হোসেন, নাটোর-১: মো. আবু তালহা, নাটোর-২: মো. মুজিবুর রহমান সেন্টু, নাটোর-৩: আনিসুর রহমান, সিরাজগঞ্জ-৩: মো. আলমগীর হোসেন, পাবনা-১: সরদার শাহজাহান, পাবনা-৫: মো. আবদুল কাদের খান।

মেহেরপুর-১: আবদুল হামিদ, মেহেরপুর-২: মো. কেতাব আলী, কুষ্টিয়া-১: মো. শাহারিয়ার জামিল, কুষ্টিয়া-৪: মো. আশরাফুল সোলাইমান, চুয়াডাঙ্গা-১: মো. সোহরাব হোসেন, যশোর-২: এ বি এম সেলিম রেজা, যশোর-৩: মো. জাহাঙ্গীর হোসেন, যশোর-৪: মো. জহুরুল হক, যশোর-৫: এম এ হালিম, যশোর-৬: মো. মাহাবুব আলম, মাগুরা-১: মো. হাসান সিরাজ, নড়াইল-১: মো. মিল্টন মোল্যা, নড়াইল-২: খন্দকার ফায়েকুজ্জামান, বাগেরহাট-৩: মো. সেকেন্দার আলী মনি, বাগেরহাট-৪: সোমনাথ দে, খুলনা-৪: হাদিউজ্জামান, খুলনা-৫: মো. শহীদ আলম, খুলনা-৬: শফিকুল ইসলাম মধু, বরগুনা-২: মিজানুর রহমান মল্লিক, পটুয়াখালী-৩: মো. সাইফুল ইসলাম, পটুয়াখালী-৪: আনোয়ার হোসেন, ভোলা-১: কেফায়েত উল্লাহ নজিব, ভোলা-৩: নুরুন্নবী সুমন, বরিশাল-২: সোহেল রানা, বরিশাল-৫: এ কে এম মর্তুজা আবেদীন, ঝালকাঠি-১: এম এ কুদ্দুস খান, ঝালকাঠি-২: এম এ কুদ্দুস খান, পিরোজপুর-১: মো. নজরুল ইসলাম, টাঙ্গাইল-৪: সৈয়দ মোস্তাক হোসেন রতন, টাঙ্গাইল-৭: মো. জহিরুল ইসলাম জহির, জামালপুর-১: আবদুস সাত্তার, জামালপুর-২: মোস্তফা আল মাহমুদ, জামালপুর-৩: লে. কর্নেল (অব.) মঞ্জুর আহাদ হেলাল, ময়মনসিংহ-৫: মো. সালাউদ্দিন আহমেদ মুক্তি, ময়মনসিংহ-৬: কে আর ইসলাম, ময়মনসিংহ-৭: বেগম রওশন এরশাদ, ময়মনসিংহ-৯: হাসনাত মাহমুদ তালহা, ১৫৯ নেত্রকোনা-৩: মো. জসীম উদ্দিন ভূঁইয়া, কিশোরগঞ্জ-৬: নুরুল কাদের সোহেল, মানিকগঞ্জ-৩: জহিরুল আলম রুবেল, মুন্সিগঞ্জ-১: শেখ সিরাজুল ইসলাম, মুন্সিগঞ্জ-৩: গোলাম মোহাম্মদ রাজু।

ঢাকা-২: শাকিল আহমেদ শাকিল, ঢাকা-৭: তারেক আহমেদ আদেল, ঢাকা-৮: মো. ইউনুস আলী আকন্দ, ঢাকা-১০: মো. হেলাল উদ্দিন, ঢাকা-১১: এস এম ফয়সল চিশতী, ঢাকা-১২: নাসির উদ্দিন সরকার, ঢাকা-১৩: শফিকুল ইসলাম সেন্টু, ঢাকা-১৪: মোস্তাকুর রহমান, ঢাকা-১৫: মো. শামসুল হক, ঢাকা-১৭: এইচ এম এরশাদ, ঢাকা-১৯: কাজী আবুল কালাম আজাদ, ঢাকা-২০: খান মো. ইসরাফিল, গাজীপুর-৩: আফতাব উদ্দিন আহমেদ, গাজীপুর-৫: রাহেলা পারভীন শিশির, নরসিংদী-১: মো. শফিকুল ইসলাম, নরসিংদী-২: মো. আজম খান, নরসিংদী-৩: আলমগীর কবির, নরসিংদী-৪: মো. নেওয়াজ আলী ভূঁইয়া, নরসিংদী-৫: এম এ সাত্তার, নারায়ণগঞ্জ-১: আজম খান, রাজবাড়ী-১: আক্তারুজ্জামান হাসান, রাজবাড়ী-২: এ বি এম নুরুল ইসলাম, শরীয়তপুর-৩: মো. আবুল হাসান, সুনামগঞ্জ-৫: নাজমুল হুদা, সিলেট-১: মাহাবুবুর রহমান চৌধুরী, সিলেট-৩: মো. ওসমান আলী, সিলেট-৪: আহমেদ তাজ উদ্দিন তাজ রহমান, মৌলভীবাজার-২: মাহাবুবুল আলম শামীম, হবিগঞ্জ-১: মো. আতিকুর রহমান, হবিগঞ্জ-২: শংকর পাল, হবিগঞ্জ-৩: মো. আতিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-৪: তারেক এ আদেল, কুমিল্লা-১: মো. আবু জায়েদ আল মাহমুদ, কুমিল্লা-২: মো. আমির হোসেন, কুমিল্লা-৩: মো. আলমগীর হোসেন, কুমিল্লা-৪: মো. ইকবাল হোসেন রাজু, কুমিল্লা-৫: মো. তাজুল ইসলাম, কমিল্লা-৭: মো. লুৎফর রেজা, কুমিল্লা-৮: নুরুল ইসলাম মিলন, কুমিল্লা-৯: এ টি এম আলমগীর, কুমিল্লা-১১: খায়ের আহমেদ ভূঁইয়া, চাঁদপুর-১: এমদাদুল হক, চাঁদপুর-২: এমরান হোসেন মিয়া, চাঁদপুর-৪: মো. মাইনুল ইসলাম, নোয়াখালী-১: আবু নাসের ওয়াহেদ ফারুক, নোয়াখালী-২: হাসান মঞ্জুর, নোয়াখালী-৩: ফজলে এলাহী সোহাগ, নোয়াখালী-৪: মোবারক হোসেন, নোয়াখালী-৫: সাইফুল ইসলাম, নোয়াখালী-৬: নাসিম উদ্দিন মোঃ বায়জিদ, লক্ষ্মীপুর-১: আলমগীর হোসেন, লক্ষ্মীপুর-৪: আবদুর রাজ্জাক চৌধুরী, চট্টগ্রাম-২: জহুরুল ইসলাম রেজা, চট্টগ্রাম-৪: দিদারুল কবির, চট্টগ্রাম-৮: ফাতেমা খুরশীদ সোমাইয়া, চট্টগ্রাম-১২: মো. নুরুচ্ছফা সরকার, চট্টগ্রাম-১৪: আবু জাফর মোহাম্মদ ওয়ালি উল্লাহ, ২৯৮: খাগড়াছড়ি সোলায়মান আলম শেঠ, রাঙ্গামাটি এ এ কে পারভেজ তালুকদার।

Check Also

ঢাকা প্রসঙ্গে বদলাতে পারে ভারতের পররাষ্ট্রনীতি

পাঁচ দশকের বিরতির পর গত মাসে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে একটি পাকিস্তানি পণ্যবাহী জাহাজ ডক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।