ক্রাইমর্বাতা রিপোট: ঢাকা-১৭ আসনে লাঙ্গল প্রতীকে নির্বাচন করবেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ রোববার সেগুনবাগিচাস্থ ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার কাছে এরশাদের পক্ষে প্রতীক বরাদ্দের আবেদন জমা দেন যুবসংহতির যুগ্ম মহাসচিব মো. জহির উদ্দিন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জহির উদ্দিন বলেন, ঢাকা-১৭ আসনে মহাজোট থেকে বের হয়ে লাঙ্গল প্রতীকে নির্বাচন করবেন এরশাদ। স্যার তো বন্দি। তিনি তো বলতে পারেন না। এরশাদের অসুস্থতার বিষয়ে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান জহির উদ্দিন।
প্রসঙ্গত, এ আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রয়েছেন নায়ক আকবর হোসেন পাঠান।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …