এলাকায় ভোটারদের রোষের মুখে আ’লীগ প্রার্থীরা: রিজভী

ক্রাইমবার্তা রিপোট:  এলাকায় ভোট চাইতে গিয়ে আওয়ামী লীগের প্রার্থীরা ভোটারদের রোষের মুখে পড়ছেন বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

রিজভী বলেন, পাঁচ বছর ঢাকায় আরাম-আয়েশে লুটপাট করে কাটিয়ে এখন নির্বাচনী এলাকায় গিয়ে চরম প্রতিকূলতায় পড়েছেন নৌকার প্রার্থীরা। দিকে দিকে জনগণ তাদের বিরুদ্ধে ফুঁসে উঠতে শুরু করেছে। ভোট চাইতে গিয়ে ভোটারদের রোষের মুখে পড়ছেন তারা।

তিনি বলেন, দলীয় সন্ত্রাসী আর পেটোয়া বাহিনী দিয়ে সাধারণ জনগণকে আর দাবিয়ে রাখা যাবে না। সময় এখন জনগণের।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সমালোচনা করেন বিএনপির এ নেতা।

রিজভী বলেন, ওবায়দুল কাদের মাফিয়া ডনদের মতো বলছেন- ‘আর ভাষণ নয়, অ্যাকশনে যেতে হবে’। এই বক্তব্যের মাধ্যমে তিনি নিজেদের দুর্বিনীত ক্যাডারদের সহিংসতার পথ অবলম্বনের জন্য উসকানি দিলেন।

‘তবে এবার সরকারি সব বাধা অতিক্রম করে সারা দেশে সাহসী জনতা ধানের শীষের বিজয় ছিনিয়ে আনবেই ইনশাআল্লাহ,’ বলেন তিনি।

রিজভী আরও বলেন, সারা দেশে আওয়াজ উঠেছে নৌকাডুবির। এখন পতনের ক্ষণগণনা চলছে। তাই পলায়নপর সরকার নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত।

তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট এবং ২০-দলীয় জোট নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেয়ার পরই চরম দুশ্চিন্তায় পড়ে গেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। একাধিক গোয়েন্দা সংস্থার মাধ্যমে তারা জানতে পেরেছে ক্ষমতা এবার হাতছাড়া হয়ে যাবে।

রিজভী বলেন, আমাদের কাছে প্রমাণসহ তথ্য আছে- গত ১০ ডিসেম্বর পুলিশ হেডকোয়ার্টার্সে সংখ্যালঘু সম্প্রদায়ের কতিপয় নেতাকে নিয়ে একটি গোপন বৈঠক হয়েছে।

‘এ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে-নির্বাচনী প্রচারণায় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের মাঠে নামাতে সর্বোচ্চ পদক্ষেপ নেয়া। একটি পর্যায়ে তারা নিজেরাই সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের ওপর হামলা চালাবে। প্রয়োজনে বড় ধরনের নাশকতাও করতে পারে। পরে এসব হামলা ও নাশকতার দায়ভার চাপাবে বিএনপি ও ঐক্যফ্রন্টের ওপর।’

বিএনপি নেতা বলেন, এসব ঘটনার মাধ্যমে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে বোঝানোর চেষ্টা করবে যে, যারা এখনই সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের ওপর হামলা করতে পারে, তারা ক্ষমতায় এলে পরিস্থিতি কী হবে?

রিজভী অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম বিভিন্ন পত্রিকা অফিসে টেলিফোনে বলছেন- ধানের শীষের প্রার্থীদের ওপর হামলা-মামলার সংবাদ যেন ছাপানো না হয়।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।