সাতক্ষীরা প্রতিনিধি : ৬ বছর পূর্বে মাদক ছেড়ে স্ত্রী দুটি শিশু সন্তানকে নিয়ে সুস্থ্য জীবন যাপন করলেও কুচক্রী ব্যক্তিদের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক যুবক। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন সাতক্ষীরা সদরের নলকুড়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে কদমতলা বাজারের ক্ষুদ্র মুদি ব্যবসায়ী রফিকুল ইসলাম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি ৬ বছর পূর্বে মাঝে মধ্যে মাদক সেবন করতাম। কিন্তু গত ৬ বছর পূর্বে তওবা করে মাদক ছেড়ে সুস্থ্য জীবন যাপন শুরু করি। এরপর থেকে কদমতলা ব্রীজের পার্শ্বে লামিয়া স্টোর নামক মুদি দোকান পরিচালনা করে স্ত্রী সন্তান নিয়ে সুখে শান্তি জীবন-যাপন করছিলাম এবং ৬ বছরের মধ্যে একদিনের জন্যেও মাদক স্পর্শ করিনি। অথচ সম্প্রতি এলাকার কিছু কুচক্রী মহল আমাকে হয়রানি করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। একের পর এক মিথ্যা অভিযোগে আমাকে জর্জারিত করে তুলছে। আমি সামান্য মুদি ব্যবসা করে সংসার নির্বাহ করি। ওই কুচক্রী মহলের চক্রান্তে আমি এখন নিঃশ্ব প্রায়।
আমার ছেলে লাবিব ২য় শ্রেণিতে পড়াশোনা করে এবং মেয়ে ৪র্থ শ্রেণিতে পড়াশোনা করে। যার ব্যয় বহন করি ওই দোকানের আয় থেকে। কিন্তু ওই মহলের কারণে দোকানের উপর প্রভাব পড়েছে। ফলে তাদের লেখাপড়া বিঘিœত হচ্ছে। পাশাপাশি সংসার পরিচালনা করা কষ্টসাধ্য হয়ে পড়ছে।
তিনি আরো বলেন আমি কোন অপরাধের সাথে জড়িত নই। জড়িত থাকলে আমার কোন আফসোস থাকতো না। কিন্তু কুচক্রী মহল কর্তৃক আমাকে বরাবর হয়রানি করে আচ্ছে। আমি সাতক্ষীরা পুলিশ প্রশাসনসহ সংশি¬ষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে দাবি জানাতে চাই, বিগত ৬ বছর পূর্বে মাদক ছেড়ে সুপথে ফিরে সুস্থ্য জীবন-যাপন করছি। অথচ ওই মহলের ষড়যন্ত্রে দিশেহারা হয়ে পড়েছি। আমি ওই মহলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সুস্থ্যভাবে দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করতে পারি তার জন্য সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশি¬ষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …