ড. কামালের গাড়িবহরে হামলা

ক্রাইমবার্তা রিপোট:   শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে  জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেনের গাড়িতে হামলা চালানো হয়। শুক্রবার সকাল পৌন নয়টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো পর এ ঘটনা গেটে। ড. কামাল হোসেনের গাড়ি ছাড়াও আসম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, জগলুল হায়দার আফরিকে গাড়িতে হামলা ও ভাংচোর চালনো হয়। এতে বেশ কয়েক জন আহত হয়েছেন।
এর মধ্যে আসম আবদুর রবের গাড়ি চালকে আহত আবস্থায় হাসপাতালে নেয়া হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয় বলে জানা গেছে।
এ বিষয়ে গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল আফরিক  বলেন, আজকে যারা স্বাধীনতার পক্ষের কথা বলে তারাই শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে হামলা চালিয়ে প্রমান দিল তারা আসলে কি।
তিনি বলেন,  বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর পরই হামালা চালিয়ে কামাল স্যার, রব, মান্না ও তার গাড়িতে হামলা চালানো হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শীদের একজন জানান, প্রতিবছরের মতো এবারও সকাল থেকেই বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে বিপুলসংখ্যক মানুষের ঢল ছিল। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলী জানাতে এসেছেন এবং শ্রদ্ধা জানিয়ে চলে গেছেন। ড. কামাল হোসেনসহ অন্যরা যখন বধ্যভূমিতে আসেন, তখন লোকজনের উপস্থিতি কম ছিল।

এসময়  একটি দল কামাল হোসেন ও তার সহযোগীদের ওপর হামলা চালায়।
এবিষয়ে বিকাল ৩টায় ড. কামাল হোসেন ঐক্যফ্রন্টের অফিসে সংবাদ সম্মেলন করে বিস্তারিত  জানানো হবে বলে জানান তিনি।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।