সদরে আওয়ামী লীগের হামলা ও কলারোয়াতে ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব এর উপর আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানেয়েছে সাতক্ষীরা জামায়াত ।
প্রতিবাদ র্বাতায় তারা বলেন, সাতক্ষীরা-০২ এর ধানের শীষের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের বাড়ীতে পুলিশ ও আওয়ামী লীগের হামলা এবং সাতক্ষীরা-০১ এর ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব এর উপর আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা জামায়াত। এক প্রতিবাদ বার্তায় সাতক্ষীরা জেলা শাখার আমীর মুফতি রবিউলবাশার ও সেক্রেটারী নূরুল হুদা বলেন, গত রাতে সদর থানার ইন্সপেক্টর কালামের নেতৃত্বে এস আই এনামুল, এস আই নুরে আলম সহ ৩০-৩৫ জন কনস্টেবল ও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হবি ও তার ছেলে ওয়ার্ড সভাপতি তোতা, আবুল, আজমল, নজরুল সহ ২০-২৫ জন আওয়ামী লীগের সন্ত্রাসী নিয়ে সাতক্ষীরা ০২ এর ধানের শীষের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের বাড়ী সহ আরো ২০-২৫ টি বাড়ীতে হামলা ও ত্রাস সৃষ্টি করে। বাড়ী বাড়ী যেয়ে অকথ্য ভাষায় গালি-গালাজ করে এস আই এনামুল এবং এস আই নুরে আলম। মহিলাদের কে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি প্রদান করে ইন্সপেক্টর কালাম ও এস আই এনামুল।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরোও বলেন, কলারোয়ায় ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের গনসংযোগের সময় দিনে দুপুরে বেলা ১১ টায় থানা হতে মাত্র ২০০ গজ দুরে আওয়ামীলীগ যেভাবে প্রকাশ্যে ধানের শীষের নেতাকর্মীদের উপর হামলা করেছে তা কোন সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ হতে পারে না। অবস্থা দৃষ্টিতে মনে হয় বিরোধী দলীয় নেতাকর্মীরা এ দেশের নাগরিকই নয়। তারা যেন কোন ভীনগ্রহের অধিবাসী। যারা হামলা করলো তাদের কাউকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেফতার করেনি। পুলিশের এ ধরনের ভুমিকায় সাতক্ষীরা বাসী হতবাক। সাংবাদিক তাজউদ্দীন রিপনও তাদের হাত হতে রেহাই পায়নি। হাবিবুল ইসলাম হাবিব সহ অন্যান্য নেতৃবৃন্দের উপর আক্রমনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তাদের সুস্থতা কামনা করছি। সাথে সাথে প্রধান নির্বাচন কমিশনার ও জেলা রিটার্নিং অফিসারের নিকট আহ্বান জানাচ্ছি যাতে করে এধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় এবং দোষীরা দৃষ্টান্তু মূলক শাষিÍ পায় এবং সকল দল মত নির্বিশেষে সাতক্ষীরাতে একাদশ সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরী হয়।