নোয়াখালী: জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন পুরনো পাকিস্তানি ভাষায় কথা বলছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শনিবার আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় ফেনীতে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, ড. কামাল হোসেন পুরনো সেই পাকিস্তানি ভাষায় কথা বলছেন। বয়স বাড়ায় তিনি এখন বেসামাল হয়ে পড়েছেন। ড. কামাল নষ্টরাজনীতির প্রবর্তক।
তিনি বলেন, আজকে সারাদেশে নৌকার গনজোয়ার দেখে ঐক্যফ্রন্ট নেতারা বেসামাল হয়ে পড়েছেন। এবং বেপরোয়া ড্রাইভারের মত ড. কামাল হোসেনও এক বেপরোয়া আচরণ শুরু করেছেন। হি ইজ ষ্টুপিন ¯ে¬া। ভাবতেও অবাক লাগে, তিনি এত নীচে নামতে পারেন। তিনি খামোশ এই পুরাতন পাকিস্তানি ভাষা ব্যবহার করেছেন।
ওবায়দুল কাদের বলেন, ড. কামাল যে তার স্বরুপ ঢাকতে পারেননি। খামোশ বলার মধ্য দিয়ে গতকাল তিনি জাতির সামনে তার স্বরুপ প্রকাশ করেছেণ। এত নীতি নৈতিকতার কথা যিনি বলেন। নষ্ট রাজনীতির বিরুদ্দে বলেন সেই ড. কামাল প্রমাণ করলেন তিনি নষ্ট রাজনীতির প্রবক্তা।
Check Also
সাতক্ষীরায় পুত্রবধূর হাতে নির্যাতিত সেই স্কুলশিক্ষক মারা গেছেন
ক্রাইমবাতা রিপোট, সাতক্ষীরা: ছেলে ও পুত্রবধূর হাতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার সাতক্ষীরা সদর উপজেলার বাঁশতলা …