গত রাত ১৪/১২/১৮ তারিখ ১১.৪৫ মিনিট OC Intaligen সালাম/ কালাম , SI এনামুল, SI নুরে আলম এর নেতৃত্বে ৩৫/৪০ জন পুলিশ কনস্টেবল ও স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান ও তার ছেলে , ওয়ার্ড সভাপতি তোতা ,আবুল , আজমল, নজরুল,সহ ২০ /২৫ জন আওয়ামীলীগের সন্ত্রাসী নিয়ে সদরের ঐক্যফ্রন্টের নমীনী মুহাদ্দিস আব্দুল খালেক সাহেবের বাড়ি সহ গ্রামের ২০/২৫ টি বাড়ি ভাংচুর করে, ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে, ও মহিলাদের কে হুমকি দেয় , SI এনামুল ও ওসি সালাম বলেন, কোন মহিলা ভোট কেন্দ্রে যাবি না ,গেলে খবর আছে, আরো বলেন তোরা খারাব , তোরা বুকে নৌকা বেধে ধানের শীষে ভোট দেবি, তোরা ভোট কেন্দ্রেই যাবি না,
Check Also
আছিয়া হত্যার বিচারের দাবিতে সাতক্ষীরা জামায়াতের মহিলা বিভাগের মানববন্ধন
সাতক্ষীরা সংবাদদাতাঃ মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুতে বিচার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা …