হাতপাখার বাতাসে নৌকা-ধানের শীষ নড়বড়ে: চরমোনাই পীর

ক্রাইমর্বাতা রিপোট:   ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর হজরত মাওলানা মুফতি সৈয়দ মো. রেজাউল করিম বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ দেশের তৃতীয় রাজনৈতিক দল, ৩০০ আসনেই প্রার্থীদের মনোনয়ন দিয়েছে। আইনের বাধার কারণে একটি আসনের প্রার্থিতা বাতিল হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজ হাতপাখার বাতাসে নৌকা আর ধানের শীষ নড়বড়ে।’

শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে পাথরঘাটা কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের জনসভায় এ কথা বলেন তিনি।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও ইসলামী আন্দোলন বাংলাদেশে হাতপাখা প্রতীকের প্রার্থী গোলাম সরোয়ার হিরু, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহাবুবুর রহমান, বরগুনা জেলা সহসভাপতি শাহ আলম তালুকদার।

সৈয়দ রেজাউল করিম আরও বলেন, আ,লীগ ক্ষমতায় থাকলে বিএনপি ঘর থেকে বের হতে পারে না, আর বিএনপি ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ ঘর থেকে বের হতে পারে না। আমরা গ্যারান্টি দিয়ে বলছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় এলে আওয়ামী লীগ-বিএনপি নয় সবাই নির্বিঘ্নে চলাফেরা ব্যবসা-বাণিজ্য করতে পারবেন।

তিনি আরও বলেন, এখন দেশে যে নৈরাজ্য আর হানাহানি চলছে, তাতে মানবতা বলতে কিছুই নেই। আছে শুধু নিজের আখের নিজের সম্পদ কীভাবে গোছাবে এই চিন্তায়ই তারা অস্থির। দেশের জনগণ কোথায় যাবে, সে চিন্তা তাদের নেই।

বরগুনা-২ আসনের হাতপাখার প্রার্থী গোলাম সরোয়ার হিরু ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের উদ্দেশ করে বলেন, আপনারা ভোটকেন্দ্র পাহারা দেবেন। যদি কেউ ভোট কাটতে আসে, তাদের কোমড়ের নিচের অংশ পিটিয়ে ভেঙে ফেলবেন।

আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ করে বলেন, আপনারা জনগণের বন্ধু; কারও হয়ে ভোট কাটতে আসবেন না, আসলে জবাব দেয়া হবে।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।