সাতক্ষীরা প্রেসক্লাব গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছে যে, দৈনিক বাংলাদেশের খবর’র সাতক্ষীরা জেলা প্রতিনিধি এবং দৈনিক দৃষ্টিপাত ও লোকসমাজের কলারোয়া উপজেলা প্রতিনিধি কাজিরহাট কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক কেএম আনিছুর রহমানের বিরুদ্ধে কলারোয়া থানায় একটি মারামারির মামলা হয়েছে। এই মামলায় তাকে আসামি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার নাম মামলা থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছে সাতক্ষীরা প্রেসক্লাব।
সাতক্ষীরা প্রেসক্লাব কর্তৃপক্ষ অনুসন্ধানে জানতে পেরেছে যে, শুক্রবার দুপুর ১২টার দিকে কলারোয়া বাজারে যে মারামারির ঘটনার কথা বলা হয়েছে সে সময় কেএম আনিছুর রহমান সাতক্ষীরা থেকে কলারোয়ায় রিপের্টিংয়ের জন্য যাওয়া বেশ কয়েকজন সিনিয়র সাংবাদিকের সাথে ছিলেন। এক সঙ্গে ঘন্টা দুয়েকের মতো থাকার পর সাতক্ষীরার সাংবাদিকরা যখন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন ও থানার ওসি মারুফ আহম্মদের সাথে পৃথক পৃথকভাবে কথা বলে সাক্ষাতকার নিচ্ছিলেন তখনও আনিছুর রহমান তাদের সাথে ছিলেন। দুপুরের পর সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব শেষ করে ফিরে যান। তিনি পুরো সময় সাংবাদিকদের সাথে কাটানোর অকাট্য প্রমান থাকার পরও কেন কিভাবে বা কোন মহলের ইঙ্গিতে সাংবাদিক আনিছুর রহমানের বিরুদ্ধে মারামারির মামলা হলো তা বিষ্ময়কর। সাতক্ষীরা প্রেসক্লাব বিশ্বাস করে যে, কোনো স্বার্থাণে¦ষী পুলিশকে ভুয়া তথ্য দিয়ে তাকে মামলার আসামি করেছে। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাধারণ সম্পাদক আবদুল বারী এই মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন। তারা অবিলম্বে এ মামলা থেকে তার নাম প্রত্যাহার করে তাকে অব্যাহতি দেওয়ারও দাবি জানিয়েছেন। এই মামলা থেকে তার নাম প্রত্যহার করা না হলে সাংবাদিক নেতৃবৃন্দ বিভন্ন কর্মসূচি গ্রহণ করবে। প্রেস বিজ্ঞপ্তি
Check Also
সাতক্ষীরায় পুত্রবধূর হাতে নির্যাতিত সেই স্কুলশিক্ষক মারা গেছেন
ক্রাইমবাতা রিপোট, সাতক্ষীরা: ছেলে ও পুত্রবধূর হাতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার সাতক্ষীরা সদর উপজেলার বাঁশতলা …